সংসদে সুবর্ণা মুস্তাফার আহ্বান

ডেস্ক-একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা দেশে বিদেশি চলচ্চিত্র ও বিদেশি সিরিয়াল প্রদর্শনে নতুন নিয়ম প্রবর্তনের আহ্বান জানিয়েছেন। ৩ মার্চ জাতীয় সংসদে ভাষণের সময় তিনি এ আহ্বান জানান। ওই সময় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে তিনি বলেন, ‘বিদেশি চলচ্চিত্রের অবাধ প্রদর্শনের কারণে দেশি চলচ্চিত্র মার খাচ্ছে।


এজন্য বিদেশি সিরিয়াল ও চলচ্চিত্র প্রদর্শনে করারোপ এবং দেশি চলচ্চিত্রে প্রণোদনা বৃদ্ধি করা উচিত।’ সুবর্ণা তার বক্তব্যে দেশি টেলিভিশন চ্যানেলগুলোতে বিদেশি চলচ্চিত্র ও সিরিয়াল প্রচারের সময় নির্দিষ্ট করে দেয়ারও দাবি জানান। তিনি বলেন, ‘আমাদের সংস্কৃতির একটি অংশ চলচ্চিত্র; কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের চলচ্চিত্র এখন দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। শিগগিরই দেশের সব জেলায় সিনেমা হল সংস্কার, সিনেপ্লেক্স নির্মাণ, করমুক্ত হলগুলোতে ইউটিলিটি বিল ও সিনেমা প্রদর্শনের ওপর ট্যাক্সমুক্ত, বিদেশি চলচ্চিত্র প্রদর্শনের ওপর ট্যাক্স বাড়ানোসহ দেশি চলচ্চিত্র নির্মাণে প্রণোদনা দেয়ার আহ্বান জানাচ্ছি।’

এছাড়াও তিনি শিল্পীদের সংকটের কথা তুলে ধরে বলেন, ‘বাংলাদেশে শিল্পী কোনো স্বীকৃত পেশা নয়। আমরা চাইলে সামান্য একটা ব্যাংক লোনও নিতে পারি না। বিষয়টা অত্যন্ত বিব্রতকর। অনেক স্বপ্ন নিয়ে আমরা সবাই সংসদে এসেছি।’ অন্যদিকে বর্তমানে রাজনৈতিক কাজেই ব্যস্ত সময় কাটছে এ তারকা অভিনেত্রীর।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 5898077317574255472

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item