সৈয়দপুরে গবীর চিকিৎসা সেবা সংগঠনের আয়োজনে এক ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গরীব চিকিৎসা সেবা নামে একটি মানবিক সেবামূলক সংগঠন ওই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। শুক্রবার (২২ মার্চ ) দিনব্যাপী উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ও সৈয়দপুর থানার অফিসার কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান পাশা।
এতে সভাপতিত্ব করেন মানবিক সেবামূলক সংগঠন গরীব চিকিৎসা সেবা’র সভাপতি মো. হাফিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন গরীব চিকিৎসা সেবা সংগঠনের মো. এজাজ আহমেদ, মো. শাহজাদা, মো. রেজাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
দিনব্যাপী মেডিকেল ফ্রি ক্যাম্পে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. বিডি বিধু নেতৃত্বে রংপুরের ১১ জন বিজ্ঞ চিকিৎসক ও সৈয়দপুরের বিশিষ্ট চিকিৎসক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) সৈয়দপুর শাখার সভাপতি ডা. শেখ নজরুল ইসলামের নেতৃত্বে সৈয়দপুরের ১০ জন বিশিষ্ট চিকিৎসকসহ মোট ২১ জন চিকিৎসক ফ্রি চিকিৎসা ক্যাম্পে আগত নোগীদেও  চিকিৎসা  সেবা প্রদান করেন। চিকিৎসা প্রদানকারী চিকিৎসকরা হলেন, রংপুরের অধ্যাপক ডা. বি.ডি. বিধু, ডা. মাজহারুল, ডা. নিশাত জাহান পিংকি, ডা. নুসরাত জাহান তুরিন, ডা. ফাহাদ বিন লতিফ, ডা. মো. আজিজুর রহমান, ডা. নুর-ই-শাবা, ডা. ফাহাদ তালুকদার, ডা. মারুফ তারিক, ডা. জাফরিন খানম, ডা. মোশাররফ হোসেন, ডা. নাজমুল ইসলাম এবং সৈয়দপুরের ডা. শেখ নজরুল ইসলাম, ডা. আনিসুল হক, ডা. মাহেরুখ সাদী হেনা, ডা. রাইসুল কবীর, ডা. আশিকুর রহমান (অপু), ডা. রায়হান তারেক, ডা. রাবেয়া আমির ভ্রমর, ডা. মো. রশিদুল ইসলাম (সুমন), ডা. ফরিদুল ইসলাম ডলার।
 আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, ওই ফ্রি চিকিৎসা ক্যাম্পে উপজেলায় এক হাজার গরীব, অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।
 মানবিক সেবামূলক সংগঠন গরীব চিকিৎসা সেবা’র সভাপতি মো. হাফিজুর রহমান জানান, অসহায় রোগীদের অসহায়ত্বের কথা চিন্তা করে আমরা ওই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করি। উদ্দেশ্য এলাকার অসহায়,গবীর রোগীরা যাতে বিনামূল্যে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা পান। উপজেলার গরীব মানুষদের জন্য ভবিষ্যতে প্রতিটি গ্রামে বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে বলে জানান তিনি।  

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 5617323487360070719

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item