নাগেশ্বরী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:

দেশের উন্নয়ন ও ব্যাক্তি মর্যাদায় শিক্ষার কোনো বিকল্প নেই। বিশেষ করে নারী সমাজকে এগিয়ে নিয়ে দেশের উন্নয়নে নারীদের শিক্ষা অর্জন জরুরি।  কুড়িগ্রামের স্বনামধন্য নাগেশ্বরী মহিলা কলেজের বার্ষিক  ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ, নবীন বরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কুড়িগ্রাম ১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর। তিনি আরও বলেন, আমাদের কুড়িগ্রাম জেলার মানুষ দারিদ্রসীমার নীচে বসবাস করছে। আমাদের এই অঞ্চলকে এগিয়ে নিতে, এ অঞ্চলের উন্নয়নের জন্য বিশেষ করে নারী সমাজকে শিক্ষার সুযোগ দিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে । নারীরা শিক্ষায় এগিয়ে থাকলে জাতি এগিয়ে থাকবে। আর একাডেমিক শিক্ষার পাশাপাশি তাদেরকে সহায়ক শিক্ষায় উৎসাহী করতে হবে। কারণ শিক্ষার সাথে সাথে সহায়ক শিক্ষা যেমন ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিকসহ সকল বিনোদন আমাদের মনকে প্রফুল্ল রাখতে সহায়তা করে। সহায়ক শিক্ষা আমাদের আত্মবিশ্বাসকে জাগ্রত করে সামনের দিকে অগ্রসর হতে বিশেষ ভূমিকা রাখে। আজ শনিবার নাগেশ্বরী মহিলা কলেজের আয়োজনে কলেজের অধ্যক্ষ নাসিমুল ইসলাম মন্ডল রবুর সভাপতিত্বে এবং ছাত্রী শামিমা জাহান সীমার প্রাণবন্ত উপস্থাপনায়  অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, অফিসার ইনচার্জ জাকির-উল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালে,  সহকারী প্রধান শিক্ষক ইব্রাহীম খলিল প্রমুখ।

পরে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর। পুরস্কার বিতরণ শেষে কলেজের ছাত্রীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6020886802467509829

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item