রংপুরে হেলমেট বিক্রির তৃতীয় দিনেও ব্যাপক সাড়া

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ সড়ক দূঘর্টনা প্রতিরোধে ও জীবন আত্বরক্ষায় এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে রংপুরের পাগলাপীরে কোতয়ালী থানার ব্যবস্থাপনায় মটর সাইকেল আরোহীদের মাঝে তৃতীয় দিনেও হেলমেট বিক্রির ব্যাপক সাড়া জাগছে। গতকাল ৬ মার্চ বুধবার কর্মসূচীর তৃতীয় দিন ১৬৭টি হেলমেট মটর সাইকেল আরোহীদের মাঝে ৫০০ টাকা দরে বিক্রি করা হয়েছে। ফলে এ নিয়ে নো হেলমেট-নো পেট্রোল কর্মসূচীর আওতায় টানা ৩ দিনে পাগলাপীর বন্দরের গোলচত্ত্বরে হাইওয়ে সহ জনগুরুত্বপূর্ণ ৫টি সড়কের চলাচলরত ৫৮৭ জন মটর সাইকেল আরোহীদের মাঝে একটি করে হেলমেট ৫০০ টাকা দরে বিক্রি করা হয়েছে। উক্ত নো-হেলমেট নো-পেট্রোল কর্মসূচীর তৃতীয় দিনেও অংশগ্রহন করেন রংপুর এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান (সার্কেল-১), কোতয়ালী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম, তদন্ত অফিসার জাকির হোসেন ও টিএসআই আব্দুল হান্নান। 

পুরোনো সংবাদ

রংপুর 1884759142283550319

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item