আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানব বন্ধন অনুষ্টিত ।

”সবাই মিলে ভাবো,নতুন কিছু কর; নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলবাড়ী উপজেলা , কুড়িগ্রাম এ উপজেলা প্রশাসনের সার্বিক ত্বাববধানে এবং উপজেলা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন প্রতিষ্টান, উদয়াঙ্কুর সেবা সংস্থা ( ইউএসএস) ব্র্যাক, আরডিআরএস,এমজেএমকেএম ও নওদাবাস মহিলা সংঘ এর সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে এক বিশাল বানববন্ধন এর আয়োজন করা হয়। মানববন্ধনে তৃণমুল পর্যায়ের নারী নেত্রী, সরকারী কর্মকর্তা, উন্নয়ন কর্ম ও সাংবাদিকগণ অংশগ্রহণ করে । নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন  মোঃ মাহমুদন্নিবী মিঠু ,উপজেলা মৎস কর্মকর্তা – ফুলবাড়ী উপজেলা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকতা বৃন্দ এবং উন্নয়ন কর্মীগন । আন্তর্জাতিক নারী দিবস প্রেক্ষাপট এবং বর্তমানে নারীদের অবস্থা এবং অবস্থান সহ নারীদের নিয়ে একশনএইড বাংলাদেশ কতৃক প্রনীত   লিফলেট মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়।
এই লিফলেট থেকে অংশগ্রহণ কারীগণ  নারীর প্রতিসহিংসতা এবং তার ধরণ এবং বাংলাদেশে তার প্রভাব কতটুকো রয়েছে তা জানতে পারে। এ ছাড়া ভাষা ও কটুক্তি একজন নারীর মানসিক, শারীরিক এবং আর্থ-সামাজিক ক্ষমতায়নকে বাধাগ্রস্ত করে। এছাড়া লিঙ্গবাদী ভাষা বিদ্যমান জেন্ডার অসংবেদনশীলতাকে শক্তিশালী করে এবং জেন্ডার অসমতাকে স্থায়ী করে। বাংলাদেশ সরকার সহ উন্নয়ন সংস্থাপুলো খারাপ ভাষা ব্যবহারসহ সব ধরনের সহিংসতার বিরুদ্ধে কাজ করে এবং আমরা বিশ্বাস করি, যৌনতা ও সহিংসতা নির্মূল করা অবশ্যই গুরুত্বপূর্ণ।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 2629847640719367409

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item