জলঢাকা মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাবের উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বুধবার দুপুরে মাধ্যমিক বিদ্যালয়ে (ব্রাক) কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন  জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে তিনি গণিত, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ে মাল্টিমিডিয়া ক্লাস পরিদর্শন করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজিয়া শিরিন - স্কুলের শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন তোমরা রাত ১০টা পর্যন্ত পড়বে, মা-বাবা ও শিক্ষকের কথা শুনবে কারন জীবন গড়ার ক্ষেত্রে শিক্ষকের পরামর্শ শোনা অপরিহার্য। তিনি আরো পরিসরে বিদ্যালয়ের ক্যাম্পাস করার আহবান জানান উপস্থিত ব্রাক কর্তৃপক্ষকে।
ব্রাক প্রতিনিধি লাইলুন নাহারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফাসার শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক শিক্ষা কর্মসূচী সুরেশ চন্দ্র রায় প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ব্রাকের এলাকা ব্যবস্থাপক বিধান চন্দ্র রায়, প্রধান শিক্ষক আশেকুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আকতার, রোকন চৌধুরী, জেলা আরটিভি'র প্রতিনিধি হাসান রাব্বী প্রধান, সমাজসেবক আব্দুর রহমান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন রায় প্রমুখ। এর আগে তিনি উপজেলা পরিষদ হলরুমে এলজিএসপি প্রজেক্টের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। পরে তিনি জলঢাকা বিএমআই কলেজে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগদান করেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5297052380661864923

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item