জলঢাকায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
"দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি - হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুকি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে উপস্থিত শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে জলঢাকা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কিভাবে দুর্যোগ মোকাবিলা করা হবে তার উপর স্থানীয় ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স অফিসের  মোহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। এসময় উপস্থিত ছিলেন জলঢাকা ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মমতাজুল ইসলাম, ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক রাফি আকতার বানু শিরিন, উপজেলা ত্রান কার্যালয়ের সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান, সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান, আদুুুুজ্জামান আসাদ, মর্তুজা ইসলাম, আব্দুল মতিন ও শাহিন প্রমুখ। উল্লেখ্য ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য আজ বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 7929419491745444121

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item