ডিমলায় আসন্ন এইচএসসি পরীক্ষার হল গুলো থাকছে সিসি ক্যামেরার আওতায়

মহিনুল ইসলাম সুজন,ডিমলা প্রতিনিধি॥নীলফামারীর ডিমলায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা নকল মুক্ত করা ও সার্বিক নিরাপত্তা তদারকি করার লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের হলে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। বৃহস্পতিবার(২৮শে মার্চ)দুপুরে ডিমলা টেকনিক্যাল এ্যান্ড বিএমআই কলেজ কেন্দ্রে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাজমুন নাহার প্রতিস্থাপন সিসি ক্যামেরা বসানো কাজের উদ্বোধন করেন। এ সময় উক্ত কলেজ অধ্যক্ষ আব্দুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম,উপজেলা উন্নয়ন সহায়ক বিভা রায়, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো উপজেলা প্রোগ্রাম অফিসার কবিতা আক্তার, কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমানসহ কলেজের সকল শিক্ষক- কর্মচারীসহ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও কলেজ কর্তপক্ষের সহযোগীতায় ৫টি কেন্দ্রের প্রতিটি হলেই এসব সিসি ক্যামেরা চালু থাকবে। প্রতিটি কেন্দ্রে অধ্যক্ষের রুমে সকল হলের সাথে সংযুক্ত থাকবে সিসি ক্যামেরা গুলো। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, প্রতিটি কক্ষের সার্বিক নিরাপত্তা,নকল প্রতিরোধসহ সকল বিষয়ে মনিটরিং  করার লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। বাংলাদেশকে পুর্ণ ডিজিটাল করার লক্ষ্যে উপজেলা প্রশাসন কলেজ কর্তপক্ষের সহযোগীতায় এই ব্যতিক্রমি উদ্যোগ গ্রহন করেছে। সিসি ক্যামেরা চালু হওয়ার ফলে নকল প্রতিরোধসহ সকল বিষয়ে মনিটরিং সহজতর হবে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8044874148273188847

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item