চিলাহাটিতে উপজেলা নির্বাচনে অংশগ্রহনকারী প্রাথীর সাথে সংলাপ

নিজস্ব প্রতিনিধি-যুবদের চাহিদাসমূহ নির্বাচনী ইশতেহারে সম্পৃক্তকরণের লক্ষে নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে উপজেলা নির্বাচনে অংশগ্রহনকারী প্রাথীর সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(৫ মার্চ) সকালে স্থানীয় উন্নয়ন সংস্থা উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও একশনএইড বাংলাদেশ এর  সহায়তায় যুব সংগঠনের আয়োজনে চিলাহাটি সরকারী কলেজ মাঠে সংলাপটি অনুষ্ঠিত হয়।সামাজিক নিরীক্ষা কমিটি চিলাহাটির সভাপতি আজাদুল হক প্রামানিক এর সভাপতিত্বে যুব প্রচেষ্টা চিলাহাটির সভাপতি মোকাদ্দেস লিটুর সঞ্চালনায় উক্ত সংলাপে ডোমার উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল আহমেদ অংশগ্রহন করেন।সংলাপে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলার যুবদের অনুভূত চাহিদাগুলো নির্বাচনী ইশতেহারে সম্পৃক্তকরণে সামাজিক,রাজনৈতিক,অর্থনৈতিক,সাংস্কৃতিক ও পরিবেশগত  চাহিদা সম্বলিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুব প্রচেষ্টার সদস্য নিতু ও হিমেল।সংলাপে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন ইউ এস এস এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী,সামাজিক নিরীক্ষা কমিটির সদস্য আতাউর রহমান, সামাজিক নিরীক্ষা কমিটির সদস্য আশরাফুল হক প্রমূখ। বিভিন্ন প্রতিষ্ঠানের সিদ্ধান্ত  গ্রহন কাঠামোতে যুবদের অংশগ্রহনের সুযোগ সৃষ্টি করা, পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যুবদের অংশগ্রহন নিশ্চিত করা, মাদকাশক্তি  দুরীকরনে যুবদের সচেতনতা বৃদ্ধি করা সহ বিভিন্ন প্রস্তাবনা সংলাপে উত্থাপন করা হয়। যুবদের অনুভূত চাহিদাসমূহ নির্বাচনী ইশতেহারে অন্তর্ভক্ত করে, যুব শক্তিকে গতিশীল করা যেতে পারে যা দেশের সার্বিক উন্নয়ন তথা  টেকসই উন্নয়নে  ভূমিকা রাখতে পারে বলে বক্তারা অভিমত ব্যাক্ত করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল আহমেদ বলেন,যুবা, মানুষের জীবনের একটি বিশেষ সময়। এ সময় একজন যুবা শারীরিক ও মানসিক  পরিবর্তনের মধ্যদিয়ে ধাবিত হয়। তারা অন্যের ওপর নির্ভরশীলতা থেকে দায়িত্ববান মানুষে পরিণত হয়। এই পরিবর্তনকালীন সময়ে তারা ঝুঁকি ও সুরক্ষাহীনতার মধ্যে পড়ে। সম্পদ ও সুযোগের বৈষম্য, সামাজিক বিচ্ছিতা, দরিদ্র্য, অনিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য, প্রযুক্তিগত বৈষম্য, সুস্থ্য বিনোদনের অভাব এবং পরিবেশগত দুর্যোগ তরুন-তরুনীদেও আরো বেশি সুরুক্ষাহীন ও ঝুঁকিগ্রস্থ করে। একজন কর্ম-অদক্ষ, মানসিক ও শাররীকভাবে অসুস্থ, এবং বেকার তরুন-তরনী সুযোগ সক্ষমতার ঘাটতিতে তাদেরকে ঝুঁকিগ্রস্থ করে তোলে। বিপরীতে একজন কর্মদক্ষ, সুবল ও  কর্মজীবী তরুন-তরুনী সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের ধারক ও বাহক হয়ে থাকে।তাই জনগন তাকে নির্বাচিত করলে উপজেলার বাজেট তৈরির প্রক্রিয়ায় তরুন-তরুনীদের অংশগ্রহণ নিশ্চিত করবেন বলে তিনি জানান।তার দায়িত্বের পরিধির মধ্যে যুবদের যেসব প্রস্তাবনা বাস্তবায়ন সম্ভব তা করবেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3490452495247623747

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item