চিলাহাটি রেল স্টেশনে বাড়তি টাকা দিলেই মিলে ঢাকার ট্রেনের টিকিট

এ.আই.পলাশ চিলাহাটি নীলফামারী প্রতিনিধিঃ 
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি না থাকায় দীর্ঘদিন থেকে ঢাকাগামী আন্তনগর নীলসাগর ট্রেনের টিকিট বানিজ্য চলছে। এক শ্রেণীর অসাধু টিকিট ব্লাকাররা দীর্ঘদিন যাবৎ ৪৯৫ টাকার টিকিট ৭০০ থেকে ৮০০ টাকায় অতি গোপনে বিক্রি করে আসছে। সাধারণ যাত্রীরা নিরুপায় হয়ে বাড়তি টাকা দিয়েই সেই টিকিট সংগ্রহ করছেন। একজন ঢাকাগামী যাত্রী ঢাকা যাওয়ার পূর্বে টিকিট কাউন্টারে এসে ঢাকা যাওয়ার টিকিট চাইলে টিকিট নেই বলে জানানো হয়। অথচ, কাইন্টার হতে বেরিয়ে আসার পর অত্র যাত্রীকে অসাধু ব্যবসায়ীরা গোপনে জানিয়ে দেন বাড়তি টাকা দিলেই মিলবে ঢাকাগামী ট্রেনের টিকিট। নিরুপায় হয়ে অবশেষে সেই যাত্রীকে বাড়তি টাকায় টিকিট কিনতে হয়।

প্রত্যক্ষ দর্শী ও গোপন সূত্রে জানা গেছে, চিলাহাটি রেল স্টেশনে দীর্ঘদিন যাবৎ এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কারণে ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিট পাওয়া মুশকিল। একজন যাত্রী যে তারিখে ঢাকায় গমন করবে, সেই ব্যক্তিকে কমপক্ষে ৪-৫ দিন পূর্বেই টিকিট সংগ্রহ করতে হবে, সেটাও পাওয়া যাবে কি না ভাগ্যের ব্যপার।  রেল স্টেশন কর্ম কর্তাদের সূত্রে জানা গেছে, প্রতিদিন এই ঢাকাগামী ট্রেনটির আসন সংখ্যা রয়েছে শোভন চেয়ার টিকিট রয়েছে ৯০টি যার প্রতিটি টিকিটের মূল্য ৪৯৫ টাকা, এসি চেয়ার রয়েছে ৫টি যার প্রতিটি টিকিটের মূল্য ৯৫৫ টাকা এবং এসি-বাথ রয়েছে ২টি যার প্রতিটি টিকিটের মূল্য ১,৭৫০ টাকা।

পুরোনো সংবাদ

নীলফামারী 3259923626281520878

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item