বনানীতে অগ্নিকাণ্ড : নিহতের সংখ্যা বেড়ে ৭


ডেস্ক॥ রাজধানীর বনানীর এফ এ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য রাজধানীর সব সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সত্যকাম চক্রবর্তী বলেন, সব হাসপাতালকে দ্রুততম সময়ে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সব খরচ সরকার বহন করবে। বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসার খরচ পরবর্তীতে সরকার প্রদান করবে।

কুয়েত মৈত্রী হাসপাতালের দুইটি অ্যাম্বুলেন্স ও কাছাকাছি বক্ষ্যব্যাধী হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সসহ বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো কাজ করছে সরকারি নির্দেশনায়।

তিনি আরো বলেন, ঢামেকের বার্ন ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া এ ঘটনায় হাসপাতাল সেবার মূল কাজ করতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে প্তস্তুত রাখা হয়েছে।

এখন পর্যন্ত কুর্মিটোলায় ১ জন মৃত ও ৯ জন রোগী ভর্তি রয়েছেন বলেও জানান সত্যকাম চক্রবর্তী।

পুরোনো সংবাদ

প্রধান খবর 2443581463611649701

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item