সৈয়দপুরে উপজেলা চেয়ারম্যান,ভাইস্ চেয়ারমান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১১ জনের মনোনয়নপত্র দাখিল

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  প্রথম ধাপে আগামী ১০ মার্চ অনুষ্ঠিতব্য নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত আসনে নারী ভাইস্ চেয়ারম্যান পদে  মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।  এদের মধ্যে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস্ চেয়ারম্যান পদে ৫ জন এবং সংরক্ষিত আসনের নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন।আজ (সোমবার) ১১ ফেব্রুয়ারি ছিল নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।
আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে  মো. মোখছেদুল মোমিন (আওয়ামী লীগ), মো. জয়নাল আবেদীন (জাপা) এবং মো. রুহুল আলম (ওয়ার্কার্স পাটি), ভাইস্ চেয়ারম্যান পদে মো. আজমল হোসেন (স্বতন্ত্র), আনোয়ার হোসেন প্রামানিক (স্বতন্ত্র), মো. সুরত আলী (জাপা), মো. মনোয়ার হোসেন ও মো. জাহাঙ্গীর সরকার (স্বতন্ত্র) এবং সংরক্ষিত আসনে নারী ভাইস্ চেয়ারম্যান পদে রওনক জাহান রিনু (স্বতন্ত্র) সানজিদা বেগম লাকী (স্বতন্ত্র) ও মোছা. হাসিনা বেগম (স্বতন্ত্র) তাদের মনোনয়নপত্র জমা করেন।  উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটারিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলমের কাছে  চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের স্ব স্ব মনোনয়নপত্র জমা দেন।              

পুরোনো সংবাদ

নীলফামারী 3789501013735602673

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item