হরিপুরে বিষাক্ত কীটনাশক দিয়ে গম ক্ষেত নিধন করার অভিযোগ

জে.ইতি,হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার টেংরিয়া (ঝারবাড়ি) এলাকায় বিষাক্ত বিষ দিয়ে গম ক্ষেত নিধন করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ বরাত দিয়ে জানা যায়, উপজেলার টেংরিয়া (ঝারবাড়ি) গ্রামের মৃত শামসুল হক এর ছেলে সারোয়ার হোসেন টেংরিয়া মৌজাস্থ ১২২ নং খতিয়ানভুক্ত ৭০৮১ নং দাগের ১৬ শতাংশ জমিতে বর্তমান রবি মৌসুমে গম ফসল বুনে ছিলেন।
প্রতিবেশী আহাদ আলীর ছেলে আসির উদ্দীন পূর্বের শত্রুতার জের ধরে গত ০৬/০২/১৯ ইং তারিখের রাত্রে বিষাক্ত কীটনাশক ব্যবহার করে সম্পূণ ক্ষেতটি নিধন করে।
জমি মালিক সারোয়ার হোসেন বলেন, সুষ্ঠবিচারের জন্য উপজেলা কৃষি অফিসার বরাবর দুইজন সাক্ষীসহ অভিযোগটি গত সোমবার ১১/০৩/১৯ ইং তারিখে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে হরিপুর উপজেলা কৃষি অফিসার নঈমুল হুদা সরকার জানান, বিষাক্ত কৃটনাশক দিয়ে গম ক্ষেত নিধন করার অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নোওয়া হবে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 5094289459464304958

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item