আন্তজার্তিক কাব্যচন্দ্রিকা সাহিত্য সম্মেলন ও গুনীজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ “সাহিত্যের শুদ্ধতায় আলোকিত জীবন গড়া”র প্রত্যয়ে আনন্দঘণ পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো রংপুরের গংগাচড়া উপজেলার নিভূর্ত পল্লী বেতগাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী শেরপুর পুটিমারী উচ্চ বিদ্যালয়ের মাঠে আন্তজার্তিক বাংলাদেশ কাব্য চন্দ্রিকা সাহিত্য সম্মেলন ও গুনীজন সংবর্ধনা প্রদান ২০১৯। গত ১৫ ফেব্রুয়ারী রোজ শুক্রবার বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী রংপুর এর ব্যবস্থাপনায় বিপুল সংখ্যক কবি সাহিত্যিক দর্শকভক্ত শ্রোতাদের সমবেতর মধ্য দিয়ে অনুর্ষ্ঠিত হয় দিনব্যাপী উক্ত সাহিত্য সম্মেলন ও গুনীজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানটি। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি দিলরুবা শাহাদৎ ( সম্পাদক, অঞ্জলিকা সাহিত্যপত্র, রংপুর), বিশেষ অতিথি কবি সন্তোষ কুমার দত্ত (মহাকবি মাইকেল মধূসূদন দত্তের বংশধর, মহাপরিচালক মাইকেল মধূসূদন একাডেমী, ঢাকা), রোপ আক্তার আহাম্মেদ ( চলচিত্র পরিচালক, ভারত), তিতাস চন্দ্র গোস্মামী (ব্যবস্থাপক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বদি শাখা, নীলফামারী), প্রধান আলোচ্যক কবি রেজউল করিম মুকুল (প্রবন্ধিক ও সাহিত্যক , রংপুর), শুভেচ্ছা বক্তব্য রাখেন পবিত্র মহন্ত জীবন (সভাপতি, বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী, রংপুর), সভাপতিত্ব করেন মোহাইমিন ইসলাম মারুফ (সভাপতি, বেতগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ), পরিচালনা ও উপস্থাপনা করেন বিশিষ্ট সংগীত শিল্পী নদিয়া কিশোর রায়। দ্বিতীয় পর্বে কবি সন্তোষ কুমার, চলচিত্রকর রোপ আক্তার আহমেদ ও কবি বাদল রহমান সহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমীক পদক প্রদান করা হয়। তৃতীয় অধিবেশনে বিশিষ্ট সংগীত শিল্পী নদিয়া কিশোর রায়ের উপস্থাপনা ও পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। 

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 1992523123542246814

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item