পার্বতীপুরে পাঠাগারের জন্য বই সংগ্রহ অভিযান চলছে

এম এ আলম বাবলু, পার্বতীপুর 
দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস্ ফোরাম দিনাজপুরের পার্বতীপুর শাখার পক্ষ থেকে পাঠগারের জন্য বই সংগ্রহ অভিযান চলছে। দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পার্বতীপুর শাখা ও পার্বতীপুরের হলদীবাড়ী রেলওয়ে কলোনী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর যৌথ উদ্যোগে সম্প্রতি স্থাপিত পাঠাগারের জন্য ফ্রেন্ডস্ ফোরাম ও বহুমূখী সমিতির পক্ষ থেকে এলাকার শিক্ষিত ও মনোনশীল ব্যক্তিদের কাছ থেকে বই সংগ্রহ করা হচেছ। ইতোমধ্যে এই পাঠাগারের জন্য কয়েক’শ বিভিন্ন ধরণের বই সংগ্রহ করা হয়েছে। বই সংগ্রহ অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে হলদীবাড়ী রেলওয়ে কলোনী এলাকায় বই সংগ্রহ করা হয়। এ সময় বিভিন্ন জনের কাছ থেকে বেশ কিছু বই সংগ্রহ করা হয়। বই সংগ্রহ অভিযানে নেতৃত্ব দেন জেজেডি ফ্রেন্ডস্ ফোরাম পার্বতীপুর শাখার উপদেষ্টা ও দৈনিক যায়যায়দিনের পার্বতীপুর প্রতিনিধি এম এ আলম বাবলু, ফোরামের সাধারণ সম্পাদক, অধ্যাপক মো: আঃ রশিদ, বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো: নাজমুল হুদা খান ফিরোজ, সহ সভাপতি মো: আমিনুল ইসলাম, সম্পাদক হাফিজুর রহমান রানা, সমিতির পরিচালক আঃ রহিম বকশ, নজরুল ইসলাম, মাহবুব আলম, তহিদুল ইসলাম, শাহিন মোল্লা প্রমুখ। জেজেডি ফ্রেন্ডস্ ফোরাম পার্বতীপুর শাখা উপদেষ্টা এম এ আলম বাবলু বলেন, এলাকার মানুষকে বিশেষ করে যুব সমাজকে বই মুখী করার লক্ষ্যে ২০১৮ সালের শেষ ভাগে এখানে একটি পাঠাগার স্থাপন করা হয়। বিভিন্ন জনের সহযোগীতায় বই সংগ্রহের মাধ্যমে পাঠাগারের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। পাঠাগারকে আরও সমৃদ্ধ করতে বই সংগ্রহ অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযানে আমরা ব্যাপক সারা পাচ্ছি। আশা করছি যে সমস্ত যুবকরা অলস সময়ে বিভিন্ন ধরণের বাজে কাজে ব্যস্ত থাকে তাদেরকে এ পাঠাগারের মাধ্যমে বই মুখী করতে পারবো। আমরা এ জন্যেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগী কামনা করছি।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5023469718813160390

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item