ডোমার থানার ওসি আইজিপি পদক পাওয়ায় রিপোর্টার্স ইউনিটির শুভেচ্ছা বিনিময়।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলী আইজিপি পদক পাওয়ায় ডোমার রিপোর্টার্স ইউনিটির শুভেচ্ছা বিনিময়।
৯ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় থানা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন, ডোমার রিপোর্টার্স ইউনিটি। জঙ্গী, মাদক ও হত্যা মামলার রহস্য উৎঘাটনে বিশেষ ভুমিকা রাখায় আইজিপি পদকপ্রাপ্ত  অফিসার ইনচার্জকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, পৌর কাউন্সিলর শফিক বিন মোর্শেদ তরুন, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি আসাদুজ্জামান হিল্লোল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক, সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, সহ-সাধারণ সম্পাদক রবিউল হক রতন, কোষাধক্ষ্য রুবেল ইসলাম, ক্রীড়া সম্পাদক এমদাদুল হক মাসুম, সাহিত্য বিষয়ক সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারী তিনি ডোমার থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকেই বহুল আলোচিত অতুল হত্যা, চাঞ্চল্যকর স্বাধীন হত্যা মামলার রহস্য উৎঘাটনসহ আসামী গ্রেফতার, কষ্টি পাথরের মুর্তি উদ্ধার, মাদক,জুয়া. ১৬টি চোরাই গরু উদ্ধার ও চোর আটক সহ বিশেষ করে ৩ মহিলা জঙ্গী গ্রেফতারে তিনি নীলফামারী জেলায় শ্রেষ্ঠ ওসি হিসাবে সুনাম অর্জন করেন। এরই ফলশ্রুতিতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে  ৬ ফেব্রুয়ারী রাজারবাগ পুলিশ হেড কোয়াটারে ওসি মোকছেদ আলীকে আইজিপি পদক প্রদান করেন বাংলাদেশ পুলিশের বিপিএম (বার) ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ ছাড়াও অতিরিক্ত আইজিপি মোকলেছুর রহমান, র‌্যাবের মহা-পরিচালক বেনজীর আহমেদ সহ পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ডোমার উপজেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গী মুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 

পুরোনো সংবাদ

নীলফামারী 3072451924937080088

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item