জলঢাকায় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় সারা দেশের ন্যায় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা ৫০ শয্যা হাসপাতালে জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন একটি শিশুকে ক্যাপসুল খাওয়ায় এ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আমাদের লক্ষ রাখতে হবে এ ক্যাপসুল খাওয়ানো থেকে শিশুরা যেন বাদ না যায়। কারন 'ভিটামিন' এ' ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ থেকে রক্ষা করে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া শিশুদের বহুবিধ উপকার করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেড এ সিদ্দিকী ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহফুজুল হক সেনিন । ডা. জেড এ সিদ্দিকী বলেন, উপজেলার একটি পৌরসভা, ১১টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডের স্থায়ী ও অস্থায়ী ২৮৯টি কেন্দ্রে ৫৮৪ জন স্বেচ্ছাসেবক  ৫৬ হাজার ১২৫ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5616028855369871645

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item