ডোমারে উপজেলা নির্বাচনে মুক্তিযোদ্ধা নুরননবীর পক্ষে গণসংযোগে সাবেক এমপি ড. হামিদা বানু শোভা।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী)প্রতিনিধি>> 
নীলফামারীর ডোমারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবীর পক্ষে গণ সংযোগে ব্যাস্ত সময় পার করছেন ডোমার-ডিমলার সাবেক সংসদ সদস্য ড. হামিদা বানু শোভা।
শনিবার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত উপজেলার বোড়াগাড়ী, জোড়াবাড়ী, গোমনাতী, বামুনিয়া, ভোগডাবুড়ী, কেতকীবাড়ী ইউনিয়নসহ এলাকার পাড়া মহল্লায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার এমএ কবির দুলু, সাংগঠনিক সম্পাদক শমশের আলী, সহকারী কমান্ডার বজলুর রশিদ বজু, গোলাম রাব্বানী, রবিউল আলম রব্বি, সাবেক বামুনিয়া ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, ভোগডাবুড়ী ইউনিয়ন কমান্ডার আব্দুল জব্বার কানু, কেতকীবাড়ী ইউনিয়ন কমান্ডার মাসুম সাজ্জাদ প্রধান সাজু সহ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য ও স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মাঠে লড়াই করছে, এদের মধ্যে সর্বদলীয় নাগরিক কমিটির মনোনিত প্রার্থী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী এগিয়ে আছে বলে জানা গেছে। অপর ২প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ মাঠে আছে।মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী পৌর এলাকার চিকনমাটি ধনীপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র। তিনি অবঃপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ডিপ্লোমা কৃষিবিদ বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিসহ দীর্ঘদিন যাবত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্ব পালন করেন। তিনি  মাদক, সন্ত্রাস, জুয়া বন্ধসহ ডোমার কে উন্নত উপজেলা হিসাবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পুরোনো সংবাদ

উপজেলা নির্বাচন 639233172493637110

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item