আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ডিমলায় শিশু শিক্ষার্থীদের ফ্রি ডেন্টাল চেকআপ ও চিকিৎসা প্রদান

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: ভাষা শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে নীলফামারীর ডিমলায় পাবলিক স্কুল এন্ড কলেজে ঢাকা স্পেশালাইজড চেম্বার এর স্বত্বাধিকারী বিডিএস ডাঃ আফজালুল হাবিব এর অর্থায়নে ও পরিচালনায় শিশু শিক্ষার্থী ও ডেন্টাল রোগীদের ফ্রি চেকআপ এবং চিকিৎসা প্রদান করা হয়। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু হানিফ সরকার এর ততা¡বধানে ফ্রি চিকিৎসা ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন নেপালীয়ান বিডিএস ডাঃ সুরু , ডাঃ ইচ্ছা, ডাঃ আইসোসর এবং রংপুর বিভাগে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনোষ্ঠিক প্রতিষ্ঠানে কর্মরত ডাঃ জেরিন, ডাঃ সুমি, ডাঃ আনজুমান, ডাঃ সরুপ. ডাঃ সিহাব ও ডাঃ সুমিসহ আরো অনেক। শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর দাঁতের চেকআপ করা হলে তাদের প্রত্যেককেই ফ্রি টুথপেষ্ট প্রদান করা হয় ফ্রি চেকআপ ও চিকিৎসা ক্যাম্পে।
বিডিএস (ডেন্টাল সার্জন),সিপিআর (ঢাকা মেডিকেল), পিজিটি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী), ঢাকা ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল,পিজিটি অর্থোডক্টিকস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(পিজিটি হাসপাতাল) ঢাকা ডাঃ মোঃ আফজালুল হাবিব বলেন এবারে আমি প্রথম আর্ন্তজাতিক মাতৃভাষা দিসব উপলক্ষে ডেন্টাল রোগী ও শিশু শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিও লক্ষে এবং দাঁতের রোগ সম্পর্কে জানাতেই দাঁতকে সুষ্ট ও সবল রাখতে মুখের দূর্গন্ধ রোধে করনীয় বিষয়ে সচেতন করেছি। আগামী আমি আরো কোন দিবসে ভাবে আরো বড় আকারে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই । তিনি আরো বলে, আমাদের আরো বেশী সচেতন হতে হবে দাঁত সম্পর্কে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। দাঁত সুস্থ্য থাকলে মুখের দুর্গন্ধ হয় না। এজন্যই শিশুদের মধ্যে দাত সম্পর্কে আরো বেশী সচেতন করে গড়ে তুলতে হবে।   

পুরোনো সংবাদ

নীলফামারী 6801192537956697226

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item