ডিমলায় বাসদের শহীদ দিবস পালন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলা উপজেলয় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর উদ্যেগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে দলটির নীলফামারী জেলার ও উপজেলার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়।

এছাড়াও বৃহস্পতিবার সূযোদয়ের সাথে সাথে অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করে উপজেলা প্রশাসনের সোথে প্রভাত ফেরি’র একটি র‌্যালীতে যুক্ত হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে এসে শহীদ মিনার চত্বরে বীর শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করেন। পরে শহীদ মিনারের চত্বরে নীলফামারী জেলা বাসদ এর সাধারণ সম্পাদক বাবু অজয় কুমার সিংহ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক কমরেড ইয়াসিন মিয়া।

এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাসদ কেন্দীয় কমিটির যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট শ্যামল কান্তি দে, যুগ্ন আহবায়ক কমরেড বিনোদ রঞ্জন, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য তালুকদার, অধ্যাপক মর্তুজা মুকুল, আলোচনা সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাসদ কমিটির সভাপতি ডাঃ সৈয়দ লিটন মিয়া তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আক্কাস মন্ডল ইউসুফ মন্ডল, বাবু মদুনাথ রায়, মজিমুদ্দিন, মশিয়ার রহমান, দুলু মিয়া, বাবু নন্দী রায়, আবু সায়েদ মিয়া প্রমুখ।  আলোচনা সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3854186147872419894

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item