ঠাকুরগাঁওয়ে পাকারাস্তা’ নিমার্ণের কাজ অনুমোদন পাওয়ার পর সেটি অন্যত্র নিয়ে যাওয়ার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আব্দুল আউয়ালঠাকুরগাঁও প্রতিনিধি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ‘পাকারাস্তা’ নিমার্ণের কাজ অনুমোদন পাওয়ার পর সেটি অন্যত্র  নিয়ে যাওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দারা এ মানববন্ধন কমূসচি পালন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে গ্রামের নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেন, স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াহাব, আকিম উদ্দীন, শরিফুল ইসলাম, গুলজার হোসেন, রেহেনা পারভীন প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে ২০১৮ সালের ৮ জানুয়ারি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ‘নওডাঙ্গা মসজিদ থেকে জগন্নাথপুর ব্রীজ’ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের অনুমোদন হয়। এরপর স্থানীয় চেয়ারম্যানসহ প্রভাবশালী ব্যক্তিরা অর্থের বিনিময়ে অনুমোদন পাওয়া রাস্তাটি অন্যত্র নিয়ে যাওয়ার পায়তারা করছেন। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে অনুমোদনকৃত রাস্তা পাকাকরণ কাজ শুরুর করার দাবি করেন তারা।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 3574965450830636560

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item