সৈয়দপুরে স্কুলে স্কুলে বই উৎসব


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
আজ(মঙ্গলবার) ২০১৯ নতুন বছর প্রথম দিনেই নীলফামারী সৈয়দপুরে স্কুলে স্কুলে বই উৎসব হয়েছে। গতকাল মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় সৈয়দপুর শহরের রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া।  এতে সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পরিবহন ব্যবসায়ী মো. নজরুল ইসলাম রয়েল।
স্বাগত বক্তব্য দেন রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস্ সামাদ শাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার ও মুসারাত জাহান, উপজেলা রিসোর্স সেন্টারের(ইউআরসি) ইন্সট্রাক্টর নিরঞ্জন কুমার শীল, সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. দিলনেওয়াজ খান প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাবিনা সালাম,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাউদ্দিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সুধীজন উপস্থিত ছিলেন। বই বিতরণ উৎসব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আরিফ রাশেদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস এম গোলাম কিবরিয়া বলেন,শিক্ষায় জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেন না। তাই শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণের সিদ্ধান্ত গ্রহন করেন। সে সিদ্ধান্তের আলোকে গত কয়েক বছর যাবৎ নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।
 শেষে প্রধান অতিথি ইউএনও এস এম গোলাম কিবরিয়া রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন।
এদিকে, মাধ্যমিক পর্যায়ের বই উৎসবের উদ্বোধন করা হয় সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও এস এম কিবরিয়া গোলাম। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল রহমান। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমীন।
অনুরূপভাবে উপজেলা সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় বই উৎসব হয়েছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6058257784796172465

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item