পীরগঞ্জে ৪ মহিলা জুয়াড়ীর কারাদন্ড!

মোঃ মামুনুর রশিদ মেরাজুলপীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
এই প্রথম পীরগঞ্জে ৪ মহিলা জুয়াড়ীকে থানার পুলিশ গ্রেফতার করেছে।বৃহষ্পতিবার দুপুরে ইউএনও’র কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই জুয়াড়ীদের প্রত্যেককে ৩ দিনের করে কারাদন্ড দেয়া হয়েছে।
জানা গেছে, উপজেলা সদরের সর্দারপাড়া (শাপলাপাড়া) আছিয়া কমপ্লেক্সের সামনে এক বাসায় বুধবার দিবাগত রাতে স্থানীয় মহিলারা তাস জুয়া (লেপ্পু, হাজারী) খেলছিল। এ সময় থানার এএসআই মাসুদ সরকারের নেতৃত্বে ওই জুয়া আসরে অভিযান চালিয়ে মোছাঃ কাঞ্চন বেগম, রওশন আরা, দুলালী ও পারভীন বেগমকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট টিএমএ মমিন তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই জুয়াড়ীদের প্রত্যেককে ৩ দিনের করে বিনাশ্রম কারাদন্ড দেন। এ ঘটনায় উপজেলা সদর টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। ভ্রাম্যমান আদালত চলাকালীন অসংখ্য মানুষের ভীড় সামলাতে পুলিশ হিমশিম খায়। ইউএনও টিএমএ মমিন বলেন, চাকরী জীবনে এই প্রথম মহিলা জুয়াড়ীর কারাদন্ড দিলাম। এটি সমাজের জন্য নৈতিক অবক্ষয়। এ রায়ের মাধ্যমে অপরাধী এবং সম্ভাব্য অপরাধীরা সাবধান হবেন বলে আশা করি।

পুরোনো সংবাদ

রংপুর 5303944966729043847

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item