ফলোআপ ঃপীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে ভর্তি কেলেংকারী! তদন্ত কমিটি গঠিত

মোঃ মামুনুর রশিদ মেরাজুল,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে ভর্তি কেলেংকারীর অভিযোগ তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয়টির ভর্তি কমিটির সভাপতি, ইউএনও ওই কমিটি গঠন করে দিয়েছেন।
জানা গেছে, ২০১৯ শিক্ষা বছরের জন্য পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে ৭৫ আসনে (ছাত্র-ছাত্রী) ভর্তির জন্য গত বছরের ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেয়া হয়। ওইদিন পরীক্ষা কক্ষে দায়িত্ব পালনকারী একাধিক শিক্ষক শিক্ষার্থীদের প্রশ্নোত্তর বলে দেয়াসহ শিক্ষকরাও খাতায় লিখে দেয় বলে ইউএনও’র কাছে একাধিক অভিভাবক লিখিত অভিযোগ করেন। এ ঘটনার পর ১ জানুয়ারী স্থানীয় রাজনৈতিক নেতৃবন্দ, সমাজসেবকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা সচেতন অভিভাবক ব্যানারে উপজেলা সদরে মানববন্ধন শেষে ইউএনও’র কাছে স্মারকলিপি দেয়। ঘটনাটির তদন্তে সহকারী কমিশনার (ভুমি) সঞ্জয় কুমার মহন্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মন্ডল, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ শহিদুল ইসলাম এবং প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম মান্নুকে সদস্য করে কমিটি গঠন করা হয়। কমিটিকে ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ইউএনও টিএমএ মমিন বলেন, ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1767762482580583833

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item