প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাশের মাধ্যমে নীলফামারী সরকারি মেডিকেল কলেজের যাত্রা শুরু

ইনজামাম-উল-হক নির্ণয়, ,নীলফামারী ১০ জানুয়ারি॥ অবশেষে বহু আকাঙ্খিত নীলফামারী সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের ভর্তি কার্যক্রম শেষে প্রথম বর্ষের পরিচিতমুলক ক্লাশ শুরু হলো। ঐতিহ্যবাহী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দিন আজ বৃহস্পতিবার(১০ জানুয়ারী) সকালে জেলা সদরের পলাশবাড়ি নামকস্থানে নীলফামারী ডায়াবেটিকস হাসপাতালের নবনির্মিত চতুর্থতলা ভবনে নীলফামারী মেডিকেল কলেজের  প্রথম ক্লাশ শুরু হয়। ক্লাশ শুরুর উদ্ধোধন অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরন করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী সদর আসনের একাধারের চতুর্থবারের সংসদ সদস্য সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এ সময় প্রধান অতিথি নূর তার বক্তব্যে বলেন নীলফামারীর গণ মানুষের দাবি ছিল এখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বাস্থমন্ত্রী মোহম্মদ নাসিম এ দাবিকে আমলে নিয়ে এ জেলা বাসীর স্বপ্ন পূরণ করেছে। এ ক্ষেত্রে সুনাম ও মর্যাদার সাথে মেডিকেল কলেজ পরিচালনার আহ্বান জানিয়ে নূর বঙ্গবন্ধুকে স্মরন করে আরো বলেন জাতির পিতার দেশ প্রেমের মতো আমাদের সকলের দেশ প্রেম জাগ্রত করতে হবে। কারন যে জাতীর দেশ প্রেম আছে সে জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবেনা।

নূর নীলফামারী মেডিকেল কলেজের যাত্রার প্রথম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শিক্ষার সঙ্গে সংস্কৃতি ধরে রাখতে হবে। নীলফামারী মেডিকেল কলেজকে রাজনীতির উর্ধ্বে রেখে দেশের শ্রেষ্ঠ মেডিকেল কলেজ হিসাবে গড়ে তুলতে চাই। যা দেশ বিদেশে মডেল হিসাবে গ্রহনযোগ্যতা পায়।
নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রবিউল ইসলাম শাহ-র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগের স্বাস্থ্য পরিচালক অমল চন্দ্র সাহা, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মমতাজুল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ মমতাজুল ইসলাম, সাধারন সম্পাদক ডাঃ মজিবুল হাসান চৌধুরী শাহীন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, শিক্ষার্থীর অভিভাবক মজিবুর রহমান ও  শিক্ষার্থী সাজ্জাদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সুধীজন ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত বছরের ২৬ আগস্ট নীলফামারীসহ দেশে নতুন চারটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মধ্যে নীলফামারী মেডিকেল কলেজ একটি। ওই বছর অক্টোবর মাসে ভর্তি কার্যাক্রম শুরু হলে ৫০ জন শিক্ষার্থী মনোনীত হলে দেশের বিভিন্ন স্থানের ওই শিক্ষার্থীরা এসে এখানে ভর্তি হয়। নীলফামারী মেডিকেল কলেজে অধ্যক্ষ সহ ৬ জন প্রভাষক রয়েছে। অচিরেই আরো তিনজন সহযোগী অধ্যাপক যোগদান করবে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।
সুত্র মতে অস্থায়ী ভাবে নীলফামারী ডায়াবেটিস হাসপাতালে মেডিকেল কলেজের ক্লাশ শুরু হলেও মেডিকেল কলেজের নিজস্ব ক্যাম্পাস নির্মানে জেলা সদরের নটখানায় ৩০ একর জমি অধিগ্রহন করা হয়েছে। চলতি বছরেই মেডিকেল কলেজের ভবনের নির্মান কাজ শুরু করা হবে। #

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4891296648420703692

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item