পার্বতীপুরে টানা ২২ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত

এম এ আলম বাবলু পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরে টানা ২২ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে পড়ে। মঙ্গলবার রাত ৮টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে মানুষের মধ্যে স্বস্থি ফিরে আসে। সোমবার রাত ১০ টা ৪০ মিনিটে হঠাৎ করে পার্বতীপুর শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। টানা ২২ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর মঙ্গলবার রাত ৮টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। টানা ২২ ঘন্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পার্বতীপুর রেলওয়ে জংশন অন্ধকার অচ্ছন্ন হয়ে পড়ে এবং শহরের বানিজ্যিক ব্যাংকসমূহের সকল কার্যক্রম বন্ধসহ  বিদ্যুতের অভাবে স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে। চরম ভোগান্তির স্বীকার হয় বিদ্যুৎ গ্রাহকেরা। পার্বতীপুরের বড় পুকুড়িয়া সাব ষ্টেশনথেকে পার্বতীপুরে ৩৩ কেভি সরবরাহ লাইনের সংযোগে ত্রুটি দেখা দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়। এ ব্যাপারে দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোস্তাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সোমবার রাত পৌনে ১১টার দিকে বড় পুকুড়িয়া সাব ষ্টেশন থেকে ৩৩ কেবি সরবরাহ লাইনের সংযোগে ভূগর্ভস্থ তারে ত্রুটি দেখা দেয়। ফলে মধ্যপাড়া পাথর খনি, ফুলবাড়ী ও দিনাজপুরে বিদ্যুৎ সরবরাহ সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়।  তবে রাতেই ঘন্টা খানেকের মধ্যে পার্বতীপুর শহর ছাড়া অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যায়। মেরামত কাজ শেষে মঙ্গলবার রাত ৮ টায় পার্বতীপুর শহরে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

পুরোনো সংবাদ

দিনাজপুর 8540149182161392881

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item