রংপুর রেঞ্জের টানা তৃতীয় বারের মতো নীলফামারীর পুলিশ সুপার শ্রেষ্ঠ পুরস্কার পেল

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১০ ডিসেম্বর॥ টানা তৃতীয় বারের মতো নবেম্বর-১৮ এর মাসিক মুল্যায়ণেও রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনিত হয়েছেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন। এছাড়াও ঐ রেঞ্জের শ্রেষ্ঠ টানা দুইবার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোনিত হয়েছেন নীলফামারী সদর থানার মমিনুল ইসলাম ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে মনোনিত হয়েছেন জলঢাকা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এবিএম বদরুদ্দোজা বাদল।
আজ সোমবার(১০ ডিসেম্বর) বেলা ১১ টায় রংপুর ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে তাদের হাতে মনোনয়ন স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এসময় অতিরিক্ত ডিআইজি মজিদ আলীসহ রংপুর বিভাগের আট জেলার পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন।
জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার, মাদক উদ্ধার, গুরুত্বপূর্ন ইভেন্ট পরিচালনাসহ বিভিন্ন অভিযানে নেতৃত্ব ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেনকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনিত করা হয়। এর আগেও গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও তিনি শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনিত হয়েছিলেন।
এছাড়াও ইপিজেডের চোরাই চামড়া, চোরাই মোটরসাইকেল, অটো চার্জার উদ্ধার, হোরোইন, ইয়াবা ও গাঁজাসহ মাদক উদ্ধারসহ আসামী গ্রেফতার ও পলাতক-সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারের অবদান রাখায় নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলামকে দুই বারের রেঞ্জের সেরা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোনয়ন করা হয়।
একই সাথে সার্বিক মূল্যায়নে রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নীলফামারী জেলা এবং শ্রেষ্ঠ থানা হিসেবে নীলফামারী সদর থানা নির্বাচিত হয়। বিষয়টি নিশ্চিত করেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান।#

পুরোনো সংবাদ

রংপুর 3058149160591395034

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item