নীলফামারীতে জাতীয় রোকেয়া দিবস পালিত ও জয়িতাদের সংবর্ধনা

ইনজামাম-উল-হক নির্ণয়,  নীলফামারী ॥ নারী জাগরণ ও নারী আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস পালিত হয়েছে। এছাড়া সমাজের বিভন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জেলা ও উপজেলা পর্যায়ে ৩৫ জন জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়।
আজ রবিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায়  জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবালের সভাপতিত্বে  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর আলম আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
নীলফামারীতে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে ৫ জন নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। সেই সঙ্গে এ জেলার ছয় উপজেলার পর্যায়ে আরো ৩০ জন একই ভাবে  জয়িতা সম্মাননা প্রদান করা হয়।
অপর দিকে দিবসটি পালনে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদের নেতৃত্বে পৃথকভাবে র‌্যালী ও পৌরভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পুরোনো সংবাদ

নীলফামারী 1082368682675091876

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item