নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৭ জন প্রার্থী

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর  (নীলফামারী) প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী - ৪ (সৈয়দপুর- কিশোরগঞ্জ) আসনের জন্য আওয়ামী লীগ থেকে সবমোট ১৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
 মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র পরিবহন শ্রমিক নেতা  মো. আখতার হোসেন বাদল, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশ উপ-কমিটির সদস্য সাবেক ছাত্রলীগ নেত্রী আমেনা কোহিনুর আলম, রেলওয়ে শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক ও সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. সিকান্দার আলী, নীলফামারী জেলা আওয়ামী লীগের সদস্য সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোখছেদুল ইসলাম, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, আওয়ামী মুক্তিয়োদ্ধালীগের কেন্দ্রীয়জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম সরকার, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার প্রকাশনা উপ-কমিটির সদস্য কিশোরগঞ্জ উপজেলার মো. মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কিশোরগঞ্জ উপজেলার নাফিউল করিম নাফা, আওয়ামী কর আইনজীবী লীগের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক কিশোরগঞ্জ উপজেলার অ্যাডভোকেট মো. আমিরুল ইসলাম (আমীর), কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সাবেক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন বাবুল, আওয়ামী লীগ নেতা সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াৎ হোসেন খোকন, সৈয়দপুর পৌর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হিটলার চৌধুরী ভুলু, সৈয়দপুর সাংগঠনিক জেলা যুবলীগের সাবেক নেতা মহসিন আলী রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রায়হান, সংরক্ষিত নারী সাংসদ হোসনে আরা ডালিয়া লুৎফা ডালিয়া।

পুরোনো সংবাদ

নীলফামারী 4223423746077143821

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item