দিনাজপুরে হাবিপ্রবিতে ৬ দফা দাবীতে ভিসি বাসভবন অবরুদ্ধ

আঃ সাত্তার, দিনাজপুর ॥ ৫ নভেম্বর সোমবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে ভিসির বাসভবন অবরুদ্ধ করে রাখে। সাধারণ শিক্ষার্থীদের  ৬ দফা দাবীর মধ্যে যৌন নির্যাতক হিসেবে প্রমাণিত ড. রমজান আলীকে স্থায়ীভাবে বহিস্কার করতে হবে ও দীপক কুমারের পুনঃতদন্ত করে বিচারের আওতায় আনতে হবে, ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে ও আবাসন সংকট নিরসনে নতুন ছাত্রী হল নির্মাণ করতে হবে, কোর্স ক্রেডিট ফি অর্ধেক করতে হবে এবং নিয়মবানুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে (১৫ দিন) সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে, ছাত্র-ছাত্রীদের ক্লাস-পরীক্ষা সংকট নিরসনে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ প্রদান করতে হবে, কান্ট্রি ট্যুরের ভাতা ৫,২৫০/- থেকে ১০,০০০/- টাকায় বৃদ্ধি করতে হবে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রির ছাত্র-ছাত্রীদের জন্য ওঊই সদস্যপদ এর ব্যবস্থা করতে হবে, ল্যাব সংকট নিরসন ও সমগ্র ক্যাম্পাসে ডর-ঋর ব্যবস্থা করতে হবে।
বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীরা মিছিল শেষে ভিসির বাসভবনের সামনে ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এ সময় ভিসি তার বাসভবনে অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে সাধারণ শিক্ষকরা আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে তাৎক্ষণিক আলোচনায় বসেন। আলোচনায় শিক্ষকরা শিক্ষার্থীদের ৬ দফা দাবী পূরণে আশ্বাস প্রদান করলে তারা কর্মসূচী স্থগিত করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শত চেষ্টা করেও ভিসির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6506415412861043617

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item