বিপুল পরিমান মাদকসহ ফুলবাড়ীর আলোচিত মাদক ব্যবসায়ী আশরাফুল র‌্যাবের হাতে আটক

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে অবশেষে আলোচিত সেই আশরাফুল আলম (৪২) বিপুল পরিমান মাদকসহ র‌্যাবের হাতে আটক হয়েছে।
আটক আশরাফুল আলম উপজেলার কাজিহাল ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের অছির উদ্দিন এর ছেলে।
জানাগেছে,আশরাফুল আলম দির্ঘদিন ধরে গোপনে দির্ঘদিনধরে মাদক ব্যবসা করে আসছিলো ফুলবাড়ীতে আলো গার্মেন্টস নামে তার একটি কাপড়ের দোকান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজিহাল ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে তার নিজ বাড়ীতে র‌্যাব-১৩ এর উপ-পরিচালক (জেসিও) শহিদুল ইসলাম এর নেতৃতে ৭ সদস্যের একটি অভিযান দল গত ৪ নভেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে ৩৯ বোতল ফেন্সিডিল,৪৯৫ পিছ এ্যাম্পল,৪৩২পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করেন।
এ ঘটনায় র‌্যাব-১৩ এর উপ-পরিচালক (জেসিও) শহিদুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গতকাল সোমবার ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর (৫ ) তারিখ ৫/১১/২০১৮ইং।
ফুলবাড়ী থানার ওসি তদন্ত সুলতান মাহ্মুদ বলেন, র‌্যাব-১৩ এর একটি অভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে আশরাফুল আলমকে বিপুল পরিমান মাদকসহ আটক করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে। সে দির্ঘদিন ধরে মাদক ব্যাবসায় জড়িত ছিলো। তার বিরুদ্ধে ইতিপুর্বে ৪টি মাদক মামলা রয়েছে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 158493950356375504

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item