চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে বাংলাদেশ ৩১৫/৮

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন উত্থান-পতনের মধ্যে দিয়ে পার করল বাংলাদেশ।  প্রথম দুই সেশনে ব্যাট হাতে দাপট দেখালেও শেষ সেশনে উইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েলের এক স্পেলে লন্ডভন্ড হয়ে যায় বাংলাদেশের মিডেল অর্ডার। 
শেষ বেলায় দলের হয়ে লড়াই চালিয়ে গিয়েছেন তাইজুল ইসলাম এবং নাঈম ইসলাম।  দুজনের ৫৬ রানের জুটিতে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩১৫ রান।
এদিকে দিনের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।  অধিনায়কের সিদ্ধান্তে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ব্যক্তিগত ০ রানে সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার।
সৌম্য বিদায় নেয়ার পর ইমরুলের সঙ্গে হাল ধরার চেষ্টা করেছেন মমিনুল। যদিও দুইবার জীবন পেয়েছেন ইমরুল। কিন্তু তারপরও সেটাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন এই ওপেনার।  দুজনের ১০৪ রানের জুটি ভেঙ্গেছেন জোমেল ওয়ারিকেন।  ইমরুল বিদায় নেন ৪৪ রান করে।
লাঞ্চের পর মোহাম্মাদ মিথুন ব্যক্তিগত ২০ রানে অহেতুক শট খেলে উইকেট বিলিয়ে দিলেও সাকিবের সঙ্গে জুটি বেঁধে মমিনুল তুলে নেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট শতক।
মুমিনুল-সাকিব জুটিতে সবকিছু ঠিকঠাকই ছিল। চতুর্থ উইকেটে পঞ্চাশ ছাড়িয়ে বড় সংগ্রহের পথে এগোচ্ছিলেন দুজন। কিন্তু চা-বিরতির পর হঠাৎ সব উলট পালট। শ্যানন গ্যাব্রিয়েলের ভয়ানক এক  স্পেল কাঁপিয়ে দেয় ব্যাটিং লাইন। মাত্র তিন ওভারে চার উইকেট নিয়ে স্বাগতিকদের মিডল অর্ডার ভেঙে দেন এই পেসার।
লাঞ্চের পর একটা সময় বাংলাদেশের স্কোর ছিল তিন উইকেটে ২২২ রান। বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে। সেঞ্চুরি করেন মুমিনুল হক। মুমিনুল যখন ১২০ রানে স্ট্রাইকেন্ডে তখনই বল হাতে আসেন গ্যাব্রিয়েল। প্রথমে মুমিনুল হককে কট বিহাইন্ড করে নিজের প্রথম শিকার বানান তিনি। মুমিনুলের আউটে ভাঙে ৬৯ রানের চতুর্থ উইকেট জুটি।
এরপর গ্যাব্রিয়েল একে একে ফেরান বাংলাদেশের ব্যাটিংয়ে তিন ভরসার মুখ মুশফিকুর রহিম (৪), মাহমুদউল্লাহ রিয়াদ(৩) এবং সাকিব আল হাসানকে (৩৪)। ছয় ওভারে মধ্যে ৪  উইকেট ২৬ রান দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন গ্যাব্রিয়েল।  ২২২ রান থেকে ২৩৫- এ পৌঁছাতে সাত উইকেট হারায় টাইগাররা।  শেষের দিকে অবশ্য প্রতিরোধ গড়ে তুলেন তাইজুল- অভিষিক্ত নাঈম।  অষ্টম উইকেটে তাদের ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি স্বস্তি এনে দেয়।
বাংলাদেশ একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, তাইজুর ইসলাম, নাঈম হাসান।
উইন্ডিজ একাদশঃ ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল,, শিমরন হেটমায়ার, শাই হোপ, কাইরন পাওয়েল, কেমার রোচ, জোমেল ওয়ারিকেন।   

পুরোনো সংবাদ

খেলাধুলা 856744905502000540

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item