সৈয়দপুরে আগুনে পুড়ল বসতঘর ও বেকারি ॥ ব্যাপক ক্ষয়ক্ষতি


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  রোববার বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে শহরের উপকন্ঠে ঢেলাপীর উত্তরা আবাসন সংলগ্ন পুলপাড়া এলাকায় ওই অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে একটি বসত বাড়ির ও একটি বেকারির ১২ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।
 খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার দিন  রোববার বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে উল্লিখিত এলাকার জনৈক মো. হামিদুল বাড়ির বৈদ্যূতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আর মুর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা হামিদুলের গোটা বাড়িতে ও বাড়ি সংলগ্ন বেকারি ব্যবসায়ী জামানের বেকারিতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর দমকলবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে তার আগেই হামিদুলের বাড়ির তিনটি বসতঘর একটি রান্নাঘর, আসবাবপত্র, একটি ব্যাটারিচালিত অটোরিক্সা ও অটোরিক্সা গ্যারেজের ২০/২৫টি র্চাজার মেশিন এবং জামান বেকারিতে বিপুল পরিমাণ তৈরিকৃত রুটি, বিস্কুট, তেল, ময়দাসহ অন্যান্য মালামাল পুঁড়ে ছাঁই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে স্থানীয় দমকলবাহিনীর মতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকা।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item