পীরগাছায় সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা

ফজলুর রহমান,পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
গতকাল মঙ্গলবার রংপুরের পীরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বনাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  শোভাযাত্রার নেতৃত্ব দেন পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাউজুল কবির। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আফসার আলী, উপজেলা আওয়ামীলীগের  সভাপতি আব্দুল হাকিম সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন অনু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আব্দুল আজিজসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্দ্যোগ (একটি বাড়ী একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সবার জন্য বিদ্যুৎ,আশ্রয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসুচি, শিক্ষা সহায়ক কার্যক্রম, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা) এবং বর্তমান সরকারের জনকল্যাণমুলক ও উন্নয়নমূলক কর্মকান্ড জনগণকে অবহিত করার উদ্দেশ্যে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলার আয়োজন করা হয়।##

পুরোনো সংবাদ

রংপুর 4816949832683435835

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item