বিশ্বের সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইনস্টিটিউট উদ্বোধন করেন। ৫০০ শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নির্মাণের মধ্য দিয়ে বিশ্বে নতুন ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ।

সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ১৮ তলা বিশিষ্ট ৫০০ শয্যার এই ইনস্টিটিউট দুই একর জমির উপর নির্মাণ করা হয়েছে। যাতে ব্যায় হয়েছে ৯১২ কোটি টাকা। যা বিশ্বের সর্ববৃহৎ অত্যাধুনিক বার্ন হাসপাতাল।

চিকিৎসকরা মনে করছেন, ৫০০ শয্যার এই ইন্সটিটিউট, পোড়া রোগীদের চিকিৎসায় সৃষ্টি করবে নতুন সম্ভাবনা। এটি উদ্বোধনের ফলে হাজার হাজার পোড়া রোগীর সুচিকিৎসার নবদিগন্ত উ্ন্েমাচিত হলো। শুধু রোগীরা নন, তাদের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এ প্রতিষ্ঠান।

দেশে প্রথমবারের মতো কোনো সরকারি হাসপাতালে রাখা হচ্ছে হেলিপ্যাড সুবিধা। 

পুরোনো সংবাদ

প্রধান খবর 5785167026118150740

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item