সৈয়দপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

 তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

  নীলফামারীর সৈয়দপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযান - ২০১৮ শুরু হয়েছে। গতকাল (মঙ্গলবার) বিকেলে জাতীয় ইঁদুর নিধন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ওই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আবুল কাশেম আযাদ।
 বিশেষ অতিথি ছিলেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পািরচালক মো. কেরামত আলী।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল।
স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোছা. শাহিনা বেগম।
 অনুষ্ঠানে ইঁদুর নিধনের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. সালাউদ্দিন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপসহকারি  কৃষি কর্মকর্তা বাসুদেব দাস, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. ইমরান সর্দার ও কামারপুকুর ইউনিয়নের কৃষক মো. এমদাদুল হক ও বাঙ্গালীপুর ইউনিয়নের কৃষক মো. ফারুক প্রমূখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত কৃষকদের সামনে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ইঁদুরের বিভিন্ন ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানের ইঁদুর নিধনের বিভিন্ন যন্ত্রপাতি ও কলাকৌশলও প্রদর্শন করা হয়।
শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। উপজেলা চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে উপজেলা পরিষদের সামনে  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত র‌্যালীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী অংশ নেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 1628936119617065780

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item