ডোমার-ডিমলা (নীলফামারী-১) আসনে কে হতে পারে নৌকার মাঝি?

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বড় দুই রাজনৈতিক দলের মধ্যে তত্বাবধায়ক ইস্যুতে ব্যাবধান বাড়লেও নীলফামারী-১ আসনে আ’লীগের সম্ভাব্য প্রার্থীরা দলের মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছে। অর্ধ ডজনেরও বেশী প্রার্থী হওয়ায়, জনমনে নানা প্রশ্নের দেখা দিয়েছে, কে হতে পারে নৌকার মাঝি?।
কেন্দ্রের আর্শীবাদ পেতে তারা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বিভিন্ন সভা সমাবেশ থেকে শুরু করে সামাজিক নানা অনুষ্ঠানে তাদের ব্যাপক উপস্থিতি লক্ষ করার মতো। নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনে গত জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের কষাকশিতে মহাজোট থেকে ডিমলা উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মনোনয়ন ছিনিয়ে নিলেও অটুট থাকলে এবার এই আসনটিতে জাতীয় পার্টির ছাড় না দেয়ার সম্ভাবনাই বেশী বলে মনে করেন এলাকাবাসী। তবে যদি জাতীয় পার্টি একক নির্বাচন করে তাহলে বিষয়টি ভিন্ন। আ’লীগের একাধিক নেতাকর্মীর সাথে আলাপ কালে জানাগেছে, এই নির্বাচনী এলাকায় বর্তমান এমপি আফতাব উদ্দিন ছাড়াও নৌকা প্রতিকের দাবী নিয়ে আ’লীগের সম্ভাব্য ৬ প্রার্থীকে মাঠে দেখা যাচ্ছে। এদের মধ্যে ডেপুটি এটর্নী জেনারেল এ্যাড. মনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, যুব মহিলালীগ নেত্রী সরকার ফারহানা আক্তার সুমি, সাবেক রাষ্ট্রদূত আমিনুল হোসেন সরকার। তাদের মধ্যে গত দুই বছর থেকে পোষ্টারে শুভেচ্ছা বাণী দিয়ে মাঠে নেমেছে ব্যারিষ্টার ইমরান কবির চৌধুরী জনি ও সাবেক সাংসদ ড. হামিদা বানু শোভা। ড.হামিদা বানু শোভা সাবেক সংরক্ষিত মহিলা আসনের সাংসদ, নৌকা প্রতীক নিয়ে তিনি ইতি পূর্বে নির্বাচনে জয়যুক্তও হয়েছেন ১বার। দলের সমর্থন পেতে তিনি কেন্দ্রের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে চলছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্টরা। অপরদিকে ডেপুটি এটর্নী জেনারেল এ্যাডভোকেট মনোয়ার হোসেন কয়েক বছর ধরে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং ইদানিং প্রতিসপ্তাহে ঢাকা থেকে এসে এলাকার মানুষের সাথে গণসংযোগ করতে দেখা যাচ্ছে। পোষ্টার,ব্যানারের মাধ্যমে ঈদ ও দূর্গাপুজার শুভেচ্ছাসহ স্থানীয় আ’মীলীগের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করছেন তিনি। অপরদিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও যুব মহিলালীগ কেন্দ্রীয় সহ শিক্ষা, প্রশিক্ষণ ও গবেশণা বিষয়ক সম্পাদক হিসাবে দায়ীত্বে থেকে সরকার ফারহানা আক্তার সুমি আসনটিতে মনোনয়ন পেতে ছুটছে তৃনমূল মানুষের দ্বারে দ্বারে।  সাবেক রাষ্ট্রদূত আমিনুল হোসেন সরকার চাকুরীতে অবসর নিয়ে রাজনীতিতে মাঠে নেমে জেলা আ’লীগের সহ-সভাপতির দায়ীত্বে আছেন, জোড়াবাড়ী এলাকার স্কুল,কলেজ,মাদ্রাসা প্রতিষ্ঠাতা হিসাবে বিশেষ অবদান রেখে আগামীতে ক্ষমতায় এসে ডোমার ডিমলার নানা কর্মসূচীর মধ্যে রাস্তাঘাট উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে মনোনয়নের আশা করছেন তিনি। অধ্যাপক খায়রুল আলম বাবুল দীর্ঘদিন অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন। প্রায় ২যুগ উপজেলা আ’লীগের শীর্ষ পদে থেকে স্থানীয় রাজনীতিবীদদের সাথে তার ভালো সম্পর্ক তৈরী হয়েছে। এই সকল দিক বিবেচনায় তিনিও শক্ত অবস্থানে আছেন। সম্প্রতি তিনিও সমর্থন পেতে দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। অপরদিকে রাজনৈতিক পরিবারের আরেক নেতা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ব্যারিষ্টার ইমরান কবির চৌধুরী জনি তার দাদা এলাকার সাবেক এমপি ছিলেন, বাবা ছিলেন রাজনীতিবীদ, দীর্ঘদিন বিদেশে লেখাপড়া করে বঙ্গবন্ধু আইনজীবি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক হিসাকে দায়ীত্বে থেকে বর্তমানে দলীয় নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে যাচ্ছেন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে মনোনয়ন নেয়ার চেষ্টা করছেন। বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ক্ষমতায় থেকে স্কুল কলেজের উন্নয়ন করলেও পৌর এলাকার রাস্তা ঘাটের উন্নতি না হওয়ায় কিছুটা ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। তিনি দাবী করে বলেন, অবহেলীত ডোমার ডিমলায় আগের তুলনায় ব্যাপক উন্নয়ন হয়েছে, আগামীতে ক্ষমতায় এলে বাকী কাজগুলো সমাপ্ত করবেন। এলাকাবাসী জানিয়েছেন, ডোমার ডিমলা বাসীর প্রানের দাবী চিলাহাটী স্থলবন্দর, চিকিৎসা সেবা, যোগাযোগ, শিক্ষা ও বেকার সমস্যা সমাধানে যে প্রার্থী বেশী গ্রহনযোগ্য মনে হবে এবং দলের হাইকমান্ড যাকেই  মনোনয়ন দিবে তাকেই নির্বাচিত করবে তারা। তাই জনমনে নানা প্রশ্নের দেখা দিয়েছে, তাদের মধ্যে কে হতে পারে ডোমার ডিমলা আসনের নৌকার মাঝি।

পুরোনো সংবাদ

নীলফামারী 4004476164437926247

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item