ডোমারে ৯৪টি পুজা মন্ডবে চলছে প্রতিমা তৈরীর কাজ।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধি>>
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব। ডোমার উপজেলার ৯৪টি পুজা মন্ডবে শিল্পীরা তাদের রং তুলির আচঁলে নিখুঁত ও সুন্দর করে ফুটিয়ে তুলতে ব্যাস্ত সময় পার করতে দেখা গেছে। পঞ্জিকা অনুসারে ১৫ অক্টোবর (২৮ আশ্বিন) সোমবার ষষ্ঠী তিথির মধ্য দিয়ে পুজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ভোররাত্রী থেকে তুলসি আরতি, নগর পরিক্রমা, শুভ অধিবাস, মঙ্গলঘট স্থাপন ও ভাগবত গীতা পাঠের মধ্যদিয়ে ১৬ অক্টোবর সপ্তমী ও ১৯ অক্টোবর বিজয়া দশমী অন্তে মায়ের বিসর্জন শেষে নিরঞ্জন ঘটবে। এ বছর দেবী ঘটকে আগমন করে দোলায় গমন করবে।  পুজাকে সামনে রেখে প্রতিটি মন্ডবে রাতদিন প্রতিমা তৈরীর কারিগরদের দম ফেলবার ফুসরত নেই। ছাড়াও ডেকোরেশন, লাইটিং, হোটেল রেস্তোরা, সাজাতে বিরামহীন ভাবে কাজ করে আসছে। অপরদিকে নতুন জামাই ও ছেলে মেদের সাজাতে কাপড়ের দোকান ও গার্মেন্টর্স গুলোতে উপচেভড়া ভীড় চোখে পড়ার মতো। সাহাপাড়ার নিউ মিলন সংঘ শিব মন্দিরের সভাপতি বুল্লি সাহা বলেন, শতবছর এই পুরাতন মন্দিরে আমাদের ৩পুরুষ সেবা করে আসছে। স্বাধীনতার পরথেকে আমরা দায়ীত্ব পেয়ে এই মন্দিরে দূর্গা, স্বরস্বতি,শীব, মনসা, লোকনাথসহ নানা উৎসব করে আসছি গত ৯ মে এলাকায় কালবৈশাখী ঝড়ে কৃষকের ব্যাপক ক্ষতি সাধন হওয়ায় বাজার অনেকটা মন্দা হলেও পুজার আগে ধানকাট শুরু হলে আনন্দ থেকে কেউ বাদ যাবার নয়। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ৯৪টি মন্ডবে পূজা উদ্যাপন করবে। তাদের মধ্যে পৌর এলাকার সাহাপাড়ার নিউ মিলন সংঘ শিব মন্দির, হরিসভা মন্দির, সন্ন্যাসী মন্দির, চাকধাপাড়া পুজা মন্ডবে বেশ জাগজমক ভাবে উৎসবটি পালন করে। ইউনিয়নের মধ্যে নিমোজখানা দুর্গা মন্ডব, বোড়াগাড়ী দুর্গা মন্ডব, বামুনিয়া নাটুয়ার হাট ও খামার বামুনিয়া সর্বজনীন দুর্গা মন্ডব অন্যতম। পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু রামনিবাস আগরওয়ালা জানান, মায়ের আগমনে সকল ধর্মবর্ণ নির্বিশেষে উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে পূজা সম্পন্ন হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ও থানা অফিসার ইনচার্জ মোকছেদ আলী  আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে পুলিশ, আনসার ও ভিডিপি’র সদস্যদের সাথে নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহন করবে বলে জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 5357712798308135962

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item