সভাপতি শওকত চৌধুরী, সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ॥নীলফামারীতে জাপার কাউন্সিল অনুষ্ঠিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৭ সেপ্টেম্বর॥
নীলফামারীতে জাতীয় পাটির (এরশাদ) কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল থেকে দিনব্যাপী কাউন্সিল অনুষ্ঠানের পর বিকালে দলের দুই গ্রুপের সমন্বয়ে কমিটির ১০১ সদস্যের মধ্যে ছয় জনের নাম ঘোষণা করা হয়েছে।
ওই ছয় জনের মধ্যে নীলফামারী-৪ (কিশোরীগঞ্জ-সৈয়দপুর) আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরীকে সভাপতি ও সাজ্জাদ পারভেজকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সেখানে সহসভাপতি পদে রয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, কিশোরীগঞ্জ উপজেলার সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজী ফারুক কাদের। শ্রমিক নেতা বজলার রহমানকে সাংগঠনিক সম্পাদকের পদে রাখা হয়েছে।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র কেন্দ্রীয় জাপার ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। এসময় জেলা কমিটির আহ্বায়ক নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ সওকত চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম ইয়াসির, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আহমেদ সফি রুবেল, রোকন উদ্দিন বাবলু, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, তিতাস মোস্তফা, স্বপন চৌধুরী, কাজী মশিউর রহমান সহ কমিটিতে স্থান পাওয়া উক্ত ছয় নেতা। 
কাউন্সিলে নেতাকর্মীরা জানান, দল এখন নির্বাচনমূখি, নির্বাচন নিয়ে সকলের ব্যস্ততা চলছে। একাদশ জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী ও বেগমান করতে দলের নেতাকর্মীকে আহবান জানানো হয়।
এবিষয়ে জেলা জাতীয় পাটির ঘোষিত বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ বলেন, নেতৃত্ব দিতে গেলে এক আধটু মতের অমিল হতেই পারে। এখন আর সেটিও নেই, আমরা অতীতের সবকিছু ভুলে একত্রিত হয়ে কাউন্সিলে ছয় সদস্যের নাম ঘোষণা করেছি। ১০১ সদস্যের কমিটির অবশিষ্ট নাম আগামী এক সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5768833584233631060

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item