জলঢাকায় মনোনয়ন প্রত্যাশী বাহাদুরের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
কাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক নীলফামারী-৩ আসনে আমি পাই বা না পাই প্রধানমন্ত্রীকে আগামী সংসদে সরকার প্রধান করতে তাঁর মনোনিত প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করছি। তবে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন কোনও দুর্নীতিবাজ,জামায়াতপ্রীতি ও কর্মী বিচ্ছিন্ন নেতাকে যেন মনোনয়ন দেওয়া না হয়। কথাগুলো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশি,উপজেলা পরিষদের পদত্যাগকৃত ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও ১৮ বছর ধরে দায়িত্বে থাকা সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল ওয়াহেদ বাহাদুর। এ উপলক্ষ্যে নীলফামারীর জলঢাকায় থানা মোড়স্থ সংগঠনগুলোর প্রধান উপদেষ্টার কার্যালয়ে বুধবার রাতে বঙ্গবন্ধু প্রজন্মলীগ,মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ও শ্রমিক ঐক্য পরিষদের যৌধসভা অনুষ্ঠিত হয়। সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে ১০১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শ্রী পরেশ চন্দ্র কাচুর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জোনাব আলী,বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি মশিউর রহমান হিট্টু,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভিন,গোলমুন্ডা ইউনিয়ন প্রজন্মলীগের সভাপতি রুবেল সরকার,সাবেক যুবলীগ নেতা তাইজুল ইসলাম তাজু,আনোয়ার হোসেন,ওয়াহেদ হোসেন বাদশা প্রমুখ। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই আসনের প্রতিটি ভোট কেন্দ্রে  সেন্টার কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং ভোট গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে থাকার শপথ গ্রহণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

পুরোনো সংবাদ

নীলফামারী 8349064448394521023

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item