চিলাহাটীতে পরকীয়া করতে গিয়ে যুবক আটক, অত:পর রফাদফায় ছাড়া

এআইপলাশ/আনিছুর রহমান মানিক

নীলফামারী ডোমার উপজেলা চিলাহাটিতে পরকীয়া করতে গিয়ে যুবক আটক, অত:পর রফাদফায় ছাড়া ।
ঘটনাটি ঘটেছে, সোমবার(১৭সেপ্টেম্বর)জেলার ডোমার উপজেলার ইউনিয়নের চিলাহাটীতে। চিলাহাটি বাজারের এলএসডি পাড়া (কুলিপাড়া) আশু মিয়া গেল্লার ২৫ বছরের বিবাহিত মেয়ের সাথে পরকিয়া প্রেম করতে এসে অনৈতিক কার্যকলাপের সময় এলাবাসীর হাতে ধরা পরে ইউসূফ আলী (২৭) নামের যুবক । জানা গেছে, আশু মিয়া গেল্লার মেয়ের সাথে প্রায় ১১ বছর পূর্বে বিয়ে হয় গোসাইগঞ্জ আদর্শ গ্রামের হাসিবুল ইসলামের। হাসিবুল বিয়ের পর তার স্ত্রীকে নিয়ে আদর্শ গ্রামে বসবাস করতে থাকে সংসারের অভাব অনটনের কারণে স্ত্রীকে রেখে হাসিবুল প্রায়ই ঢাকায় কাজ করতে যেত। সেই সুযোগে ওই এলাকার আব্দুল খালেক গোয়াল আমিনের ছেলে ইউসূফ আলী (২৭) প্রায় সময় হাসিবুলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে পরকিয়ার ও অনৈতিক সম্পর্ক গড়ে তোলে । এক পর্যায়ে বিষয়টি গ্রামবাসীর নজরে পড়লে এবং তা প্রচার হলে হাসিবুল সংসার বাচানোর তাগিদে তার স্ত্রীকে ও ১২ বছরের সন্তানকে নিয়ে আদর্শ গ্রাম থেকে চলে আসে শশুর বাড়ী চিলাহাটি এলএসডি পাড়ায় এবং কাজের সন্ধানে আবারো ঢাকায় চলে যায়। সুযোগ সন্ধানী ইউসূফ পুনরায় হাসিবুলের স্ত্রীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে পুনরায় সম্পর্ক স্থাপন করে আশু মিয়া গেল্লার বাড়ীতে যাতায়াত শুরু করে।
ঘটনার দিন রাতের আধারে গোপনে হাসিবুলের শশুর বাড়িতে অনৈতিক কাজে লিপ্ত হওয়ায় মেয়ের পিতা আশু মিয়া গেল্লার হাতে বিবস্ত্র অবস্থায় ধরা পড়ে দুজন। এসময় গ্রামবাসী ছুটে এসে লম্পট ইউসুফকে আটক করে রাখে। পরের দিন মঙ্গলবার একটি সুযোগ সন্ধানী মহল গোপনে ইউসূফের পিতার সাথে মোটা অংকের টাকার বিনিময়ে আসল ঘটনাটি ধামাচাপা দিয়ে প্রেমিক যুগলকে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। সেখানে শুরু হয় দেন-দরবার। এলাকার শত শত মানুষ থানার সামনে উপস্থিত হয়ে ন্যায্য বিচারের দাবী জানালে সাধারণ মানুষকে ন্যায্য বিচারের আশ্বাস দিয়ে শান্ত করে পলিশ তদন্ত কেন্দ্র থেকে চলে যেতে বলে। পরে গভীর রাত পর্যন্ত ঘটনা নিয়ে একাধিক বৈঠক করেও কোন নিষ্পত্তি না হওয়ায় রাত ২ ঘটিকায় ধর্ষণের সুবিচারের জন্য ধর্ষিতা মেয়েটি চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত এজাহার দায়ের করেন। এব্যাপারে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হলে তারা যানান, আসামীকে ডোমার থানায় পাঠানো হয়েছে। ডোমার থানায় তাদের নিয়ে গভীর রাতে অজানা খুটির জোরে দুজনকে ছেড়ে নিয়ে যায় দেওয়ানী লোকজন। লম্পট ইউসূফ ইতি পূর্বে একাধিকবার এই ধরণের ঘটনা ঘটিয়ে টাকার জোরে পার পেয়েছে বলে এলাকাবাসী জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 2780617466857999197

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item