ডিমলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি :
“সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” এবারে এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের ন্যায় সারা দেশের সাথে ৮ সেপ্টেম্বর শনিবার সকালে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৮ পালন করা হয়েছে। এ উপলক্ষে পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে আবারো পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুন’র সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাশ, বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম। উপজেলা প্রোগ্রাম অফিসার মোছা: কবিতা আক্তার এর সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলী, পাট অফিসার মহিবুর রহমান লোহানী, জাইকা প্রতিনিধি বিভা রায়, প্রকল্প বাস্থবায়ন অফিসের ত্রাণ শাখার সহকারী উপ-প্রকৌশলী ফেরদৌস আলম, সহকারী শিক্ষা অফিসার এ কে এম সাজ্জাদুজ্জামান, ফিরোজুল আলম, যোগেন্দ্রনাথ শেন, কাজল চন্দ্র রায় প্রমুখ। উক্ত র‌্যালী ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান কবীর জুয়েল, লায়লা আরজুমান বানু, ইসমত সুলতানা নূজহাৎ নুয়েরা ইসলাম প্রমুখ। আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আন্তর্জাতিক সাক্ষরতা দিবসকে সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, দেশের কোন শিশু যেন শিক্ষার আলো থেকে পিছিয়ে না পরে সেদিকে খেয়াল রেখে শিক্ষার মান উন্নয়ন করার লক্ষে শিক্ষাখাদে ব্যপক বিনিয়োগ করছেন। তাই প্রতিটি শিশুর সাক্ষরতা অর্জনের পাশাপাশি দক্ষ হয়ে সুন্দর জীবন গড়ে তোলার ক্ষেত্রে শিশুদের প্রতি আরো বেশি করে যতœশীল হতে হবে। শেষে শিক্ষার উপর বিষদ আলোচনা করেন তিনি।

পুরোনো সংবাদ

নীলফামারী 1068138707648861955

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item