পঞ্চগড়ে শোক দিবস পালিত, বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় জেলা সংবাদদাতা

পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এরপর একটি শোক র‌্যালি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালিতে সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যালীটি সরকারি  অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সরকারি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে জেলার পাঁচ উপজেলায় বিভিন্ন আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এছাড়া পঞ্চগড় ইসলামিক ফাউন্ডেশন শোক দিবস উপলক্ষে হাদ-নাত,কিরাত,রচনা প্রতিযোগীতা ও কবিতা আবৃত্তি মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে দেবীগঞ্জের উপজেলার প্রত্যন্ত এলাকা বাগদহ উচ্চ বিদ্যালয়ে প্রায় ২০ হাজার মানুষ সমবেত হয়। সেখানে আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় সমবেত মানুষেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 1024288601456823625

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item