কাজ না করলে কোন প্রকল্পের বিল ছাড় দিবেন না --জলঢাকা উপজেলা প্রশাসনকে কেন্দ্রীয় যুবলীগের সদস্য বাহাদুর

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও রক্ষনাবেক্ষণের জন্য ২০১৭/১৮ অর্থ বছরে নীলফামারী-৩ আসনের এমপি অধ্যাপক গোলাম মোস্তফা’র অনুকুলে বরাদ্দকৃত টিআর কাবিখা প্রকল্পের কাজ শেষ না করে বিল প্রদানের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারন করেছেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।
মঙ্গলবার রাতে শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত বর্তমান সরকারের উন্নয়ন ও সফলতার শীর্ষক এক র‌্যালী ও পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি। শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি পরেশ চন্দ্র কাচু’র সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,স্থানীয় এমপি অধ্যাপক গোলাম মোস্তফা নির্বাচিত হয়ে অনিয়ম, দুর্নীতি, জামাতপ্রীতি, নিয়োগ বানিজ্য করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। এমপি হওয়ার আগে যাকে টাকার জন্য রিক্সায় তুলতো না,পানের দোকানদার পান দিতো না, তিনি আজকে এতো টাকার মালিক কিভাবে হলো জনগন তা জানতে চায়। আওয়ামীলীগকে দুর্বল করার অভিযোগ করে বাহাদুর বলেন,আ’লীগসহ সকল অঙ্গসংগঠনে মধ্যে গ্র“পিং তৈরী করে দলকে দুর্বল করেছেন। জীবনে যা আশা করেন নাই আ’লীগ আপনাকে তাই দিয়েছে কিন্তু বিনিময়ে আপনি দলের সাথে বেইমানি করেছেন,নেতাকর্মীদের মাঝে অনৈক্য সৃষ্টি করে একের অপরের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছেন। এ জন্য তৃণমূল আওয়ামীলীগ আপনাকে ক্ষমা করবে না। এর আগে জলঢাকা বঙ্গবন্ধু প্রজন্মলীগের কার্যালয় থেকে বর্তমান সরকারের উন্নয়ন ও সফলতা নিয়ে একটি র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে পথসভায় মিলিত হয়। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মশিউর রহমান হিট্টু, উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জোনাব আলী, লেবার শ্রমিক ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমান,গোলমুন্ডা প্রজন্মলীগের সভাপতি রুবেল প্রমূখ।

পুরোনো সংবাদ

নীলফামারী 8988005477818435559

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item