সৈয়দপুরে বিসমিল্লাহ ক্লথ ষ্টোরের মালিক শাহিন মৃধার ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুর সুপার মার্কেটস্থ বিসমিল্লাহ ক্লথ ষ্টোরের মালিক শাহিন মৃধা আর নেই। তিনি গত শুক্রবার বিকেলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি বেশকিছু দিন যাবৎ লিভার রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে সন্তান, অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাঙক্ষাকী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
 গতকাল (শনিবার) বাদ জোহর সৈয়দপুর শহরের মুন্সিপাড়া দর্জিপট্টি মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাজায় বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সর্বস্তরের বিপুল মানুষ অংশ নেন। পরে মরহুমকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন,  সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহন ও সাবেক কাউন্সিলর আকতার হোসেন ফেকু, সৈয়দপুর পৌর আওয়ামী লীগে সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, দি সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ মর্ডাণ ওয়াচ এর স্বত্ত্বাধিকারী  মো. হাশেম মনা, শেরে বাংলা সড়কের হামিদা প্লাজাস্থ পীয়ারলেস্ এন্টারপ্রাইজের প্রোপাইটর এম এ মবিনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3675304277473547585

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item