সুন্দরগঞ্জে বিভিন্ন বাজারের পানি নিস্কাশন সৌচা ড্রেন এখন জনদূর্ভোগে পরিনত

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার গাইবান্ধা  টু রংপুর মিনি হাইওয়ে সড়কের বিভিন্ন বাজারে পানি নিস্কাশনের জন্য সৌচা ড্রেন নির্মান করা হয়। যা এখন জনদূর্ভোগে পরিনত পরিনত হয়েছে।

সরজমিনে দেখা  যায় জেলার ধর্মপুর ও মজুমদারহটে নির্মানকৃত সৌচা ড্রেনের বিভিন্ন স্থানে দোকান মালিকেরা দোকানের সামনেড্রেনের উপরে পাইপ বসিয়ে মাটি দিয়ে ভরাট করায় আবর্জনা ও পানি নিস্কাশনের মারাত্বক বিঘিœত হওয়ায় ড্রেন গুলি এখন আবর্জনা স্তুপের ভাগারে পরিনত হয়েছে। যা জন দুঃভোগের কারণ হয়ে দাড়িয়েছে। এ ব্যপারে রোড এন্ড হাইওয়ের সহকারী প্রকৌশলিকে অবহিত করা হলে তিনি সরেজমিনে তদন্ত করেও প্রতিকারে ব্যবস্থা গ্রহণ করেননি।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 1946082230328940473

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item