রংপুর পানবাজার বাইলসার দোলায় বালু উত্তোলনের মহোৎসব চলছে

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
প্রশাসনের নাকের ডগায় রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের পানবাজার বাইলসার দোলায় চলছে সরকারী খাস জমিতে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। এদিকে সরকারী খাস জমি পুকুর জলাশয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে সিন্ডিকেট ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ফলে সংলগ্ন এলাকায় হাজার হাজার একর ফসলি জমি বসত ভিটা ভূগর্ভে বিলিন হওয়ার আশঙ্কায় স্থানীয় ক্ষুদ্র বর্গাসহ প্রান্তিক কৃষকরা জমি রক্ষায় উদ্বিগ্ন হয়ে পড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের পানবাজার বাইলসার দোলায় প্রায় ১০০ একর সরকারী খাস জমির প্রায় ৫০ একর সম্পত্তির উপর রয়েছে ছোট বড় ৫টি পুকুর জলাশয়।

এর মধ্যে ১৯ একর সম্পত্তির ওপর রয়েছে একটি বিশাল পুকুর। উক্ত বিশাল পুকুরটির পূর্ব পার্শ্বে অত্র ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত মহির উদ্দিন এর ৩ পুত্র আলহাজ্ব গোলাম মোস্তফা, রমজান আলী, ওয়াজ কুরুনী এবং একই গ্রামের মৃত- তফিল উদ্দিনের পুত্র মোঃ ওসমান আলী ও তার পরিবারের লোকজন নিজের জমি দাবী করে সরকারী খাস জমিতে পৃথক ২টি স্থানে পয়েন্ট করে শ্যালো মেশিন দিয়ে সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতেছেন। ২টি বালুর পয়েন্ট থেকে শতাধিক ট্রাক রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও রংপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে ওই মহামুল্যবান বালু সরবরাহ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন এই ২ চক্র। এসব বালু ভর্তি ট্রাকের প্রতিনিয়ত বিরতিহীন চলাচলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সংলগ্ন এলাকার কাচা রাস্তাগুলী এখন প্রান্তিক কৃষকসহ সর্বসাধারন জনগণের চলাচলের অযোগ্য হয়ে পরছে। এর ফলে আউস আমন বোরো ধানসহ মৌসুমী শস্য চাষাবাদে এবং ফসল পরিবহন করে ঘরে তোলার মারাত্বক বিঘœ ঘটছে। সরেজমিনে পানবাজার বাইলসার পাড় এলাকার ক্ষতিগ্রস্থ কৃষক পরিবাররা ক্ষোভ প্রকাশ করে জানান, দুই সিন্ডিকেট চক্রের অবৈধভাবে বালু উত্তোলনের কারনে সংলগ্ন এলাকার ফসলি জমিগুলোতে দিন দিন উর্বর শক্তি হারিয়ে ফেলায় ধান, গম, পাট, তামাক, আখ, ভুট্টা, সরিষাসহ নানা মৌসুমী শস্যের ফলন কমিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, স্থানীয় জনসাধারনদের ধারনা ২টি বালুর পয়েন্ট থেকে বিরতিহীনভাবে অবৈধভাবে বালু উত্তোলনে যে কোন মুহুর্তে বড় ধরনের ভুমিকম্পে কিংবা প্রাকৃতিক দূর্যোগের ফলে হাজার হাজার একর ফসলি জমি সহ বসতভিটা ভূগর্ভে বিলীন হওয়ার আশংকা করছেন। এ বিষয়ে অত্র হরিদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন এ প্রতিনিধিকে জানান, “অবৈধ বালু উত্তোলন বন্ধ প্রসঙ্গে সদর উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে এ প্রস্তাবটি বার বার উত্থাপন করা হলেও অজ্ঞাত কারনে ভুমিকা রাখা হচ্ছেনা। ফলে সিন্ডিকেট চক্ররা অতি উৎসাহী হয়ে তারা অবৈধভাবে বালু উত্তোলন করছে। আমার ইউনিয়নে (হরিদেবপুর) বালু উত্তোলন বন্ধ ছিল, ইদানিং আবারো বালু উত্তোলন করা হচ্ছে। তবে অচিরই বালু উত্তোলন বন্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।” সদর উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করলে মোবাইল রিসিভ না করায় তার সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে পানবাজার বাইলসার পাড় এলাকার ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষক সহ বসবাসরত সর্বসাধারন জনগণ বাইলসার দোলায় সরকারী খাস জমি হতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে অত্র ইউনিয়নের চেয়ারম্যানসহ প্রশাসনের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 5161855026828311326

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item