গঙ্গাচড়ায় আনন্দ এ্যাগ্রোর বিদ্যুৎ পাওয়ার প্লান্ট তৈরীর কজে বাধা দেয়ার অভিযোগ

ক্রয়কৃত জমিতে অবৈধ দখলদার



হাজী মারুফ :


রংপুরের গঙ্গাচড়ায় আনন্দ এ্যাগ্রো ফার্ম লিঃ এর নিজশ্ব ক্রয়কৃত জমিতে বিদেশীদের বিদ্যুৎ পাওয়ার প্লান্ট নির্মাণস্থান পরিদর্শনের সময়, স্থানীয় কতিপয় দখলদার বাধা প্রদানের চেষ্টা করেন। এঘটনায় তাৎক্ষনিক কোন মামলা হামলা বা সংঘর্ষের ঘটনা না ঘটলেও, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে বাধা প্রদানের অভিযোগ এনে মামলা দায়েরের প্রক্রিয়া বিদ্যমান।
ঘটনার বিবরণে প্রকাশ, পাওয়ার এন্ড ফামিং প্রোজেক্টের কার্য্য সম্পাদনকারী প্রতিষ্ঠান আনন্দ এগ্রো লিমিটেড ২০১৫ সালে গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নের মটুকপুরে বিদ্যুৎ পাওয়ার প্লান্ট নির্মানের জন্য সরকারী ভাবে ৮৭ একর জমি ৯৯ বছরের জন্য বরাদ্দ প্রাপ্ত হয়, উক্ত জমিতে পুড়ো কার্য সম্পাদন সম্পন্ন না হওয়ার আশংকায় পার্শ্ববতী বিভিন্ন ব্যাক্তির নিকট দলীল মূলে আরও কয়েক একর জমি ক্রয় করেন। দলীল ও এফিডেভিট মূলে জমি ক্রয় করলেও প্রয়োজন না হওয়ায় এতাদিন উক্ত জমিতে কোন কারণে আসেননি কর্তৃপক্ষ।  কিন্তু গত ৫ ই জুলাই বিদেশীদের সঙ্গে নিয়ে আনন্দ এগ্রোর ম্যানেজিং ডিরেক্টর এস. এইচ চৌধুরী সহ ফার্মের কর্মকর্তারা উক্ত ক্রয়কৃত জমি পরিদর্শনে আসলে, স্থানীয় কতিপয় সুবিধাবাদী উক্ত জমিতে যাদের কোন বৈধতা নাই, তথাপি তারা জোটবদ্ধ ভাবে অসংলগ্ন আচরণ ও কথাবার্তা বলতে থাকে। এতে কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর নিরাপত্তা জনিত কারনে বিদেশীদের নিয়ে তৎক্ষনাৎ ঐ এলাকা পরিত্যাগ করে। সাংবাদিকদের নিকট এমন তথ্য আসলে স্থানীয় সাংবাদিকগণ ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করে এই কাজে বাধা প্রদানের কারণ জানতে চাইলে, জনাব এস. এইচ চৌধুরী বলেন আমাদের সমুদয় দলীলপত্র নির্ভেজাল ও নিঃস্কন্ঠক আমরা যাদের নিকট জমি ক্রয় করেছি তারা কোনরুপ বাধা প্রদান করছেননা। যারা এই উন্নয়ন কাজে বাধা প্রদান করছেন তারা ঐ এলাকার কতিপয় টাউট প্রকৃতির অসাধু ব্যাক্তি। আমি আইনজীবির সঙ্গে আলোচনা কওে তাদেও বিরুদ্ধে অচিরেই আইনগত ব্যবস্থা নিবো।

পুরোনো সংবাদ

রংপুর 7295633548811031815

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item