ডোমারে অগ্নিকান্ডে ১৬টি পরিবার সর্বশান্ত, ক্ষতির পরিমান কোটি টাকা।



আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারী ডোমারে অগ্নিকান্ডে ১৬টি পরিবার সর্বশান্ত, ক্ষয় ক্ষতির পরিমান প্রায় কোটি টাকার বেশী।
যানাযায়, ২৬ জুলাই বৃহস্পতিবার বিকালে ডোমার সদর ইউনিয়নের বড় রাউতা বাবু পাড়া গ্রামের মৃত নরেশ চন্দ্র রায়ের ছেলে রাম প্রসাদ রায়ে শোবার ঘড়ের বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা নিমিসেই চারদিকে ছড়িয়ে পড়ে, ডোমার ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ২ঘন্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এর পরেও ১৬টি পরিবারের অর্ধ শতাধিক ঘড়বাড়ীসহ ধান, চাল ,পাট. হাঁস, মুরগি, বাদাম, ঘড়ের আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। পরদির শুক্রবার সকাল ১১টায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কালে মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ১৬টি পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গী ও নগদ অর্থ প্রদান করেন। এ সময় সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মালেক সরকার, সাবেক চেয়ারম্যান হাফিজুল ইসলাম হাফি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন। অপরদিকে ঘটনার দিন সন্ধ্যায় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা পরিদর্শন কালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার ও নগদ অর্থ প্রদান করেন। বেদনা দায়ক বিষয়, ওই পরিবারের মানিক চন্দ্র রায়ের ছেলে দয়াল চন্দ্র রায় মাস্টার্স পাশ করে বাড়ীতে অবস্থান কালে,  দূর্ঘটনায় তার সকল পরীক্ষার সার্টিফিকেট পুড়ে যাওয়ায় দুঃখ ও কষ্টে অর্ধ পাগল প্রায়। এ বিষয়ে ডোমার সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু জানান, সকল পরিবারের  প্রায় ১ কোটি টাকা ক্ষতি সাধন হয়েছে। 

পুরোনো সংবাদ

প্রধান খবর 4710321131057878840

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item