পঞ্চগড়ে ভিজিডি কর্মসূচির ওপর গণশুনানী অনুষ্ঠিত

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধি ঃ
পঞ্চগড়ে ভিজিডি কর্মসূচি নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। শনিবার পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন কার্যালয় মাঠে ওই গণশুনানী অনুষ্ঠিত হয়। ফেডারেশন চেয়ারম্যান আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর কর্মসূচি ব্যাবস্থাপক (মাঠ সমন্বয়) হাসিনা পারভীন। এসময় ইউপি সদস্য তরিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রশিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা ফিরোজ বুলবুল প্রমূখ। গণশুনানীতে দুই শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। গণশুনানীতে শতকরা ২০ ভাগ সুবিধাভোগি মনে করেন যে, তালিকাভুক্তির ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের নির্ধারিত কমিটি সঠিকভাবে দায়িত্ব পরিচালনা করেন নাই। শতকরা ৯৩ ভাগ সুবিধাভোগি মনে করেন যে, কর্মসূচি থেকে প্রাপ্ত সুবিধা সমূহ পর্যাপ্ত নয় এবং তারা কোন প্রকার আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ পান নি। শতকরা ৯৬ জন সুবিধাভোগি বলেন যে, তাদের খাদ্য বিরতণের সময় সরকারি কোন কর্মকর্তা পরিদর্শন করেননি। আর শতকরা ৪৬ জন সুবিধাভোগি বলেন যে, তালিকাভুক্তির পূর্বে বাড়ি পরিদর্শন করা হয়নি।
উল্লেখ্য, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ৪ টি দেশ বাংলাদেশ, ভারত, নেপাল ও মিয়ানমারের সুবিধা বঞ্চিত সম্প্রদায়ের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সংগঠনগুলোর খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় আন্তর্জাতিক দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও ড্যান চার্ট এইড ফুড সিকিউরিটি গভার্নেন্স প্রকল্প বাস্তবায়নে সহায়তা দিচ্ছে। এই প্রকল্পের আওতায় আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় জেলা সদরের ৩টি ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করছে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3604303585070961278

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item